Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিকে থাকতে হবে এমবাপ্পের অধিনস্ত হয়ে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ২:০৭ পিএম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় নিকোলাস আনেলকা মন্তব্য করেছেন এমবাপ্পের অধীনস্ত হয়ে থাকতে হবে লিওনেল মেসিকে। তাকে গোল করার জন্য বল বানিয়ে দিতে হবে আর্জেন্টাইন সুপারস্টারকে। কারণ তার মতে এমবাপ্পেই নাম্বার ওয়ান।

লে পারসিয়ানের সঙ্গে এক সাক্ষাতকারে এমন বিষ্ফোরক মন্তব্য করেন ফ্রান্সের সাবেক এ তারকা ফরোয়ার্ড।

তিনি বলেন, 'এমবাপ্পকে আক্রমণভাগে নেতৃত্ব দিতে হবে। কারণ সে নাম্বার ওয়ান। মেসি বার্সায় ছিল। কিন্তু এখন তাকে এমবাপ্পের খেদমত করতে হবে। এমবাপ্পে পাঁচবছর ধরে এই ক্লাবে আছে। ফলে মেসিকে তার সম্মান করতে হবে।'

এমবাপ্পে আসছে মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেবেন। এটি এখন ওপেন সিক্রেট। এখন নিকোলাস আলেনকা বলছেন ব্যালন ডি অর জিততেই এমবাপ্পে পিএসজি ছাড়বেন।
এ ব্যপারে তিনি বলেন, 'ক্ষীপ্রতার দিক দিয়ে এমবাপ্পে অসাধারণ খেলোয়াড়। এদিক দিয়ে বিশ্বে তার চেয়ে ভালো কেউ নেই। পিএসজি যদি বিশ্বের সেরা দল হতে চায়, তাহলে এমবাপ্পেকে ধরে রাখতে সব ধরনের চেস্টা করতে হবে।'

'কিন্তু আমি মনে করি এমবাপ্পের মাথায় এটি খুবই পরিষ্কার, সে অন্য কিছু দেখতে চায়। সে ব্যালন ডি অর জিততে চায়। আর ইউরোপের ষষ্ঠ সেরা লিগে খেলে সে কিভাবে এ পুরষ্কার জিতবে?।'

'যদি সে স্পেন বা ইংল্যান্ডের লিগে খেলত তাহলে এতদিনে ব্যালন ডি অর জেতা হয়ে যেত তার।' যোগ করেন তিনি। সূত্র : মার্কা।



 

Show all comments
  • Dump ২ অক্টোবর, ২০২১, ৬:১০ পিএম says : 0
    Dump
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ