Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-পাকিস্তান সফরে আসছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫১ পিএম

আফগানিস্তান সংকট নিয়ে বিরোধপূর্ণ অবস্থানে থাকা পাকিস্তান ও ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই সফর হবে আগামী মাসে।

এর আগে পাকিস্তান ও ভারত সফর করে গেছেন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। তারপরই যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় বড় কর্মকর্তা হিসেবে এই সফরে আসছেন শেরম্যান। এই সফরে প্রথমেই তিনি আসবেন ভারতে।

সেখানে দিল্লি ও মুম্বাইয়ে অবস্থান করবেন ৬ ও ৭ অক্টোবর। এরপর তিনি পাকিস্তান সফরে যাবেন। সেখানে ৭ ও ৮ অক্টোবর রাজধানি ইসলামাবাদে সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

ওদিকে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে বলেছেন, পাকিস্তানকে বলির পাঠা বানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ