Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন ম্যাচ পর তিন গোলে জিতল বার্সা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৭ পিএম

মেম্ফিস ডিপাই, ডি ইয়ংয়ের প্রথমার্ধর গোল ও দলে ফেরা আনসু ফাতির দ্বিতীয়ার্ধের গোলে আজ রবিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এর মাধ্যমে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেয়েছে তারা।

আগের দুই ম্যাচে বাজে পারফরমেন্স করার কারণে লেভান্তের বিপক্ষে ম্যাচটি বার্সার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে পরিণত হয়, যেটিতে বেশ ভালোভাবেই ফিরেছে তারা।

লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হওয়া কোচ রোনাল্ড কোম্যান ম্যাচটিতে একাদশ সাজান তরুণ খেলোয়াড় নিকো গঞ্জালেজ ও জাভিকে নিয়ে। তাছাড়া এরিক গার্সিয়াকে সেন্টার ব্যাকে ফেরান তিনি।

ম্যাচটিতে ৮০ মিনিটের সময় মাঠে নামেন আনসু ফাতি। এর মাধ্যমে প্রথমবারের মতো মেসির ১০ নাম্বার জার্সি পরে নামেন তিনি। লুক ডি ইয়ংয়ের জায়গায় নামেন বার্সার নতুন নাম্বার টেন। আর ১০ নাম্বার জার্সি প্রথমবারের মতো গায়ে দিয়েই গোলের দেখা পেয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ