Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার লিগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

দুই বছর বিরতি দিয়ে আজ থেকে আবার শুরু হচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ। সর্বশেষ এ লিগ হয়েছিল ২০১৮ সালে। এরপর ২০১৯ ও ২০২০ লিগ শুরু হলেও করোনা মহামারীর কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায়। ফলে দুই মৌসুম মাঠে গড়ায়নি ফুটবল। করোনার ধাক্কা কিছুটা সামাল দিয়ে উঠায় সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচ খেলবে ২০১৮ মৌসুমের চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব এবং প্রিমিয়ার লীগে নতুন উন্নীত চট্টগ্রাম জেলা পুলিশ। এমএ আজিজ স্টেডিয়ামে লীগের উদ্বোধন করবেন সিজেকেএসএর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এবারের লীগের পৃষ্ঠপোষকতা করছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। এতে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। সরাসরি লীগ পদ্ধতিতে সর্বমোট ৪৫টি খেলা অনুষ্ঠিত হবে। জাতীয় দলের অনেক খেলোয়াড়কেই বিভিন্ন দলের হয়ে খেলতে দেখা যাবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম ও নাসির মাদারবাড়ি উদয়ন সংঘের পক্ষে খেলবেন। এছাড়া জাতীয় দলের সাখাওয়াত হোসেন রনি এবং বি লীগের আলাউদ্দিন ব্রাদার্স ইউনিয়নের পক্ষে খেলবেন বলে জানা গেছে। লীগের বাজেট হচ্ছে আট লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ