Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ ভেসে উঠলো পানিতে

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:০৫ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ী কুমার নদীতে নিখোঁজ মাদরাসা ছাত্রর লাশ ২৪ ঘন্টা পর পানিতে ভেসে উঠেছে।
তেলজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি ও শেখর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার ইনকিলাবকে জানান, রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে তেলজুড়ী গোড়াখাল নামক জায়গায় নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ সাধারন মানুষ পানিতে ভাসতে দেখে। খবর পেয়ে তার পরিবার লাশ উদ্ধার করে তার নিজ বাড়ি একই উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল নিয়ে যান। ইউনিয়ন যুবলীগ নেতা পোয়াইল গ্রামের বাসিন্দা জামাল মাতুব্বর বলেন, জাবেদের (১৪) লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে। আসর বাদ তার জানাজা শেষে দাফন করা হবে।

প্রসঙ্গত শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তেলজুড়ী স্টিলের ব্রীজ থেকে লাফালাফি করতে গিয়ে ওই মাদরাসা ছাত্র নদীতে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে তার কোন সন্ধ্যান পাননি।
দৌলতদয়া ঘাট থেকে আগত ৫ ডুবুরিও ব্যার্থ হয়ে ফিরে যায় ঐ দিনই।



 

Show all comments
  • Syed Nazrul Huda ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৮ পিএম says : 0
    মাদ্রাসা কতৃপক্ষের না পারিবারিক পরিমন্ডলে ছিল ছাত্রটি।নজরদারীর অভাবেই অকাল মৃত্যু ঘটলো ছাত্রটির,যা দুঃখজনক!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ