নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
খেলোয়াড়ী জীবনের ইতি ঘটার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খবর দি সান।
বর্তমানে দুই বছরের চুক্তিতে ম্যানইউতে খেলতে এসেছেন সিআরসেভেন। দুই পক্ষ চাইলে এ চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হতে পারে।
ম্যানইউর সঙ্গে রোনালদোর সম্পর্কটা অন্যরকম। তাই তো তিনি জুভেন্টাস ছেড়ে আবার রেড ডেভিলদের হয়ে খেলতে এসেছেন। ম্যানইউর সঙ্গে যখন তার চৃক্তি শেষ হবে তখন রোনালদোর বয়স প্রায় ৪০ হবে। তখনই নিজের বুটজোড়া শোকেসে তুলে রেখে অন্যদের খেলা শেখানোর কাজ শুরু করবেন। আর কোচিং ক্যারিয়ারের সূ্চনাটা তিনি করতে চান প্রিয় ক্লাব ম্যানইউ থেকেই।
এদিকে রোনালদো যদি সত্যিই ম্যানইউর কোচ হতে পারেন তাহলে নিজ ছেলে রোনালদো জুনিয়রের কোচও হবেন এ পর্তুগিজ সুপারস্টার। কারণ ১১ বছর বয়সী রোনালদো জুনিয়র এখন ম্যানইউর অ্যাকাডেমিতে রয়েছে। সূত্র : দি সান, ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।