Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অ্যাস্টন ভিলার কাছে হারল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪৪ পিএম

ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে পেনাল্টি পেল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ফুটবল ভক্তদের চমকে দিয়ে স্পট-কিক নিতে এগিয়ে গেলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। তার পরিবর্তে শট নেওয়া ব্রুনো ফার্নান্দেস উড়িয়ে মেরে নষ্ট করলেন সমতায় ফেরার সুযোগ। ফলে অ্যাস্টন ভিলার কাছে অপ্রত্যাশিতভাবে হার মানতে হলো রেড ডেভিলদের।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ভিলা। ম্যাচের শেষদিকে তাদের হয়ে জয়সূচক গোলটি করেন কোর্টনি হাউসে।

গোটা ম্যাচে অবশ্য একক প্রাধান্য দেখায় ওলে গানার সুলশারের শিষ্যরা। ৬০ শতাংশ সময়ে তারা নিজেদের পায়ে রাখে বল। গোলমুখে ২৮টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে চারটি। অন্যদিকে, সফরকারী ভিলার সাত শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ