Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামে মুসলিমদের উপরে পুলিশের বর্বরতা, নিহত ২, লাশের উপরে তান্ডব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ২:৩২ পিএম | আপডেট : ৪:৫৪ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২১

বৃহস্পতিবার মুসলিমদের উপরে চালানো উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আসাম পুলিশ এক ফটোগ্রাফারকে গ্রেফতার করেছে, যে একজন আহত ব্যক্তির ওপর নির্যাতন করেছিল। এদিন দারাং জেলার ধোলপুর–গরুখুঁটি এলাকায় বেআইনি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জনতা–পুলিশ সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ২ মুসলিমের মৃত্যুর খবর জানা গিয়েছে।

ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে এক মুসলিমের লাশের উপরে বর্বর আচরণ করতে দেখা যাচ্ছে। ভিভিওতে দেখা যায়, এক ব্যক্তি লাঠি নিয়ে পুলিশের দিকে দৌড়ে যাচ্ছে। এরপর ওই ব্যক্তির বুকে গুলি করে পুলিশ। তাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। তারপরেই মৃত ওই ব্যক্তির দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে লাঠি, ঘুসি মারতে দেখা গেল অপর এক ব্যক্তিকে। ধৃত ওই ব্যক্তির নাম বিজয় শঙ্কর বানিয়া, সে পেশায় একজন ফটোগ্রাফার। তাকে আসাম সরকার কর্তৃক উচ্ছেদ অভিযান নথিভুক্ত করার জন্য জেলা প্রশাসন তাকে নিয়োগ করেছিল।

স্থানীয়রা জানিয়েছে, গত বিধানসভা ভোটের সময়ও সে নির্বাচন কমিশনের হয়ে জেলায় কাজ করেছিল। পুলিশ–জনতা সংঘর্ষ বৃহস্পতিবার ধোলপুর গরুখুঁটি এলাকার পরিস্থিতি হিংসাত্মক ঘটনায় পরিণত হয়, যখন সরকারের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উচ্ছেদ করার চেষ্টা করে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। তাদের দমন করতে পুলিশ গুলি চালায়। যার জেরে ২ জন সাধারণ মুসলিমের মৃত্যু হয়। দারাংয়ের এসপি সুশান্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে দু’পক্ষের সংঘর্ষের এই ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছেন।

এরই মধ্যে এই ঘটনার একটি বর্বর ভিডিও সামনে আসে এবং তা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, গুলিতে নিহত এক মুসলিমকে ওই ফটোগ্রাফার নিগ্রহ করছে। ভিডিওতে দেখা গিয়েছে, গাছের পেছন থেকে শত শত পুলিশ এলোপাথারি গুলি চালিয়ে চলেছে। ভিডিওতে বানিয়াকে এক ব্যক্তির পেছনে দৌড়াতে দেখা যায় যতক্ষণ না নিরাপত্তা রক্ষীরা এসে প্রতিবাদকারীদের ঘিরে ধরে এবং বানিয়াকে সেখান থেকে বার করে দেয়। যদিও ফটোগ্রাফার পুনরায় ফিরে আসে এবং এক নিহত ব্যক্তির বুকের ওপর বসে সামনে থাকা কিছু কুড়িয়ে নিয়ে তাকে মারতে শুরু করে। ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ বানিয়াকে সেখান থেকে সরে যেতে বলছে।

জানা গিয়েছে, আসাম সরকার সোমবার দারং জেলার ধোলপুর গরুখুঁটি গ্রামে গত সোমবারও উচ্ছেদ অভিযান চালিয়েছিল স্থানীয় প্রশাসন। এই ঘটনায় প্রায় ৮০০ মুসলিম পরিবার গৃহহীন হয়ে পড়ে। এই এলাকায় যেসব মানুষ বাস করতেন তাদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের মানুষ। সূত্র: টিওআই।



 

Show all comments
  • Dadhack ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৪ পিএম says : 0
    O'Allah there is muslim to help the helpless muslim in India. O'Allah take revenge on-behalf of these helpless muslim in India. O'Allah wipe out barbarian hindu and their security forces from India and handover Indian again to us and we will rule by Qur'an then everybody in India can live in peace.
    Total Reply(0) Reply
  • MD rakin abrar ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫২ পিএম says : 0
    India and Israel are the same terrorists
    Total Reply(0) Reply
  • Akhter Jahan Lovely ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৪ পিএম says : 0
    India and Israel are the same terrorists
    Total Reply(0) Reply
  • Murtuza Chowdhury ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৯ পিএম says : 0
    ভারতে মুসলিম নিধনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।
    Total Reply(0) Reply
  • Md, rabiul Islam ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:২৪ পিএম says : 0
    ভারতের বিরুদ্ধে মুসলিম শাসকদের রুখে দাঁড়ানো উচিৎ
    Total Reply(0) Reply
  • Md, rabiul Islam ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:২৪ পিএম says : 0
    ভারতের বিরুদ্ধে মুসলিম শাসকদের রুখে দাঁড়ানো উচিৎ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ