Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বেঙ্গালুরুতে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৮:২০ পিএম

ভারতের বেঙ্গালুরুতে এক বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থলেই দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তিনিও মারা যান। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। তাঁদেরকে ঘটনাস্থলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে বেঙ্গালুরুর ভিভি পুরম পুলিশ থানার কাছে চামরাজপেটে ঘটনাটি ঘটে। বিস্ফোরণের খবর পেয়েই সেখানে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পৌঁছে যায় দমকলের ফায়ার ইঞ্জিনও। আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের খবর পেয়েই সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় থানার সহায়তায় তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি পুলিশ। সূত্র : এনডিটিভি, হিন্দুস্থান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ