Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে এটিএম বুথে লুটের ঘটনায় ৪ আসামীর ৫ দিনের রিমান্ড

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:০৮ পিএম

সিলেটের ওসমানী নগরে ব্যাংক দস্যুতার ঘটনায় গ্রেফতার চার জনের রিমান্ড মঞ্জর হয়েছে ৫ দিনের। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুইটার দিকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তাঁদের। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান। এর আগে গত ১২ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর শেরপুরস্থ নতুনবাজারে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে ২৪ লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা। ঘটনার দৃশ্য ধারণ হয় সিসি ক্যামেরায়। এ ঘটনা ব্যাংক কর্তৃপক্ষ থেকে দস্যুতার মামলা দায়ের করেন। এরপর অভিযানে নামে পুলিশ। অভিযানে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন- নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিম। গ্রেফতারের পর গতকাল সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অপরদিকে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনার মূল হোতা ও পরিকল্পনাকারী সাফি উদ্দিন জাহিরকে (৩৮) হবিগঞ্জ থেকে গ্রেফতার করে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ