Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের ইলিশ পেয়ে খুশি কলকাতাবাসী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:০২ এএম

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ভারতের পশ্চিমবঙ্গে দুই হাজার ৮০ মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানোর কথা জানিয়েছিল সোমবার। সেই ঘোষণার ৪৮ ঘণ্টার মাথায় পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রথম ধাপে বাংলাদেশের পাঠানো ইলিশ ভর্তি ট্রাক প্রবেশ করল ভারতের পশ্চিমবঙ্গে। এমনটিই জানিয়েছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার।

বুধবার বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে ১৬ টন ইলিশ মাছ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্টদের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, আরও কয়েকটি গাড়ি যানজটের কারণে দাঁড়িয়ে আছে। সেগুলোও আসবে। গতবারও ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশের সরকার। বাঙালি এই মাছ পেয়ে খুশি।

ইলিশের ট্রাক নিয়ে ভারত সীমান্তে আসা বাংলাদেশের চালক মহম্মদ নাজুম শেখ বলেন, পূজার উপহার হিসেবে বাংলাদেশ সরকার ইলিশ পাঠিয়েছে। খুলনা থেকে এ ইলিশ আমরা নিয়ে এসেছি।

এদিকে, পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে আসা ইলিশগুলোর ওজন এক থেকে দেড় কেজির মধ্যে। কেজিপ্রতি দাম পড়বে অন্তত দেড় হাজার টাকা।

সুকান্ত বিশ্বাস নামে এক ব্যবসায়ী বলেন, আজ এখানে ১৬ টন ইলিশ এল। বাঙালিদের পরিপূর্ণভাবে ভোজ খাওয়াতে পারব। তবে মাছের দাম আগের চেয়ে বাড়বে। কেজিপ্রতি অন্তত দেড় হাজার টাকা দাম হবে। এই মাছ হাওড়া, শিয়ালদহ, পাতিপুকুর এমনকি শিলিগুড়িও যাবে।

অশোক মণ্ডল নামে আরেক মাছ ব্যবসায়ী বলেন, ইলিশের প্রতি বাঙালির টান আছে। বাংলাদেশ থেকে ইলিশ আসায় আমরা খুব খুশি। পূজার আগে বাকি মাছ চলে আসবে বলে আশা করছি। এবার থেকে নিয়মিত মাছ আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ