বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার দুপচাঁচিয়ায় ডোবা থেকে আবু ওবায়দা ওরফে হুমায়ুন কবির (৩০) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধারের রহস্য উদযাটন হয়েছে। হত্যাকান্ডের মূলহোতা ভ্যানচালক হারুন অর রশিদকে গ্রেফতারও করেছে পুলিশ। গ্রেফতারকৃত হারুন দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর খাঁ পাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে। প্রতিবেশী মাদক সেবনকারী বন্ধু কবিরকে লাথি মেরে হত্যা করে লাশের সাথে ৬টি ইট বস্তায় ঢুকিয়ে পুকুরে ফেলে দিয়েছিল সে।
গতকাল বুধবার দুপুরে বগুড়ায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ১৮ সেপ্টেম্বর বিকেলে দুই বন্ধু মিলে ভ্যান যোগে দুপচাঁচিয়া বাস স্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য ক্রয় করতে আসে। মাদকদ্রব্য ক্রয় শেষে আবারও পুনরায় তারা হারুনের বাড়িতে যায়। এরপর সেখানে হুমায়ুন কবির বেশি পরিমানে বিভিন্ন ধরনের মাদক সেবন করে মাতলামি শুরু করে। এরপর প্রশ্রাব করার জন্য ঘনঘন হুমায়ুন কবির টিউবওয়েল পাড়ে যাওয়ার সুবাদে এবং হারুনের বাড়িতে কেউ না থাকায় তাকে কয়েকটা লাথি মারে। এতে হুমায়ুন কবিরের নড়াচড়া বন্ধু হয়ে যায়। এরপর তাকে রশি দিয়ে বেঁধে টিউবওয়েলের পাইপের সাথে বেঁধে রাখে। হারুন অর রশিদ মৃত্যু নিশ্চিত জেনে হুমায়ুন কবিরের লাশ একটি বস্তায় তুলে তার মধ্যে ৬টি ইট ভরে বস্তাবন্দি করে। ওইদিন গভীর রাতে বস্তাবন্দি লাশ হুমায়ুন কবিরের বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ফেলে যায় হারুন অর রশিদ। এদিকে এর দুইদিন পর হারুন নিহত হুমায়ুন কবিরের মোবাইলে ফোন দিয়ে পরিবারের নিকট ১ লাখ টাকা মুক্তিপন দাবি করলে তারা ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ গত মঙ্গলবার সকালে নিহতের লাশ পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে। এরপর গত মঙ্গলবার রাতে অভিযুক্ত হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।