রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর জেলা সংবাদদাতা : সিংড়ায় নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘন্টা পর গতকাল রোববার পৌর এলাকার শোলাকুড়ার একটি ডোবা থেকে জনাব আলী (৫০) নামের এক কৃষকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক সিংড়া পৌর শহরের সোহাগবাড়ী মহল্লার জসমত আলী প্রামানিকের ছেলে। হত্যাকান্ডের সাথে জড়িত জুলহাসের স্ত্রী কথিত প্রেমিক রিতা বেগম, শ্বশুর কফিল উদ্দিন এবং ভাগ্নে সুজনের পিতা নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত কৃষকের ছেলে আকরাম হোসেন বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন। এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে শোলাকুড়া এলাকার জুলহাস আলীর স্ত্রী রিতা বেগমের সাথে প্রতিবেশী জনাব আলীর পরকীয়া প্রেম চলে আসছিল। গত শুক্রবার রাতে রিতা বেগম তার ভাগ্নে সুজন ও প্রতিবেশী লুটন নামের দুইজনকে দিয়ে জনাব আলীকে বাড়িতে আসতে বলে। পরে জনাব আলীর কোন খোঁজা খবর না পেয়ে তার পরিবার পুলিশকে জানায়। পুলিশ গত শনিবার সকালে জনাব আলীর কথিত প্রেমিকা রিতা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।