বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের ইন্দুরকানীতে খাল থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চণ্ডিপুর মালবাড়ি ব্রিজসংলগ্ন বাশগাড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীরা খালে বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে। লাশ একটি সিমেন্টের বস্তায় পা থেকে কোমড় পর্যন্ত বাঁধা ছিল এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল। লাশ ৫-৭ দিন আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।