মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ‘আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছি। একইসময় আমাদের বিশ্বে আরেকটি রোগ ছড়িয়ে পড়ছে : অবিশ্বাসের রোগ।’ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেছেন। গুতেরেস তার ভাষণে বলেছেন, আজ বহুপাক্ষিক ব্যবস্থা তার উপাদান ও সক্ষমতার ক্ষেত্রে একেবারেই সীমাবদ্ধ হয়ে পড়েছে, বিশ্বব্যাপী গণপণ্য ব্যবস্থাপনার কার্যকর নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়।’ গুতেরেস সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ‘বিশ্ব ক্রমেই বিভক্তির দিকে এগোচ্ছে। এর থেকে রেহাই পেতে হলে যুক্তরাষ্ট্র ও চীনকে সংলাপে বসতে হবে।’ জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্ব ক্রমেই দুটি ভিন্ন অর্থনীতি, বাণিজ্য, আর্থিক ও প্রযুক্তিগত নিয়মনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে দুটি স্বতন্ত্র পন্থায় বিভক্ত হয়ে পড়ছে। এমনকি দুটি পৃথক সামরিক ও ভুরাজনৈতিক কৌশলে বিভক্ত হয়ে পড়ছে পৃথিবী। আন্তোনিও গুতেরেস বলেন, এই বিভক্তি স্নায়ুযুদ্ধের সময়ের মতো সংকট বয়ে আনবে। তাই বিশ্বাস পুনরুদ্ধার এবং আশা জাগাতে আমাদের মধ্যে সহযোগিতা থাকা দরকার। মহাসচিব বলেন, আমাদের সংলাপ দরকার। বোঝাপড়া দরকার। কারণ দুই শক্তির মধ্যে বিভাজন অগ্রাধিকারমূলক মূল প্রচেষ্টাকে পিছিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, আমরা শক্তি দিয়ে ক্ষমতা দখলের বিস্ফোরণ দেখছি। সামরিক অভ্যুত্থান ফিরে এসেছে। আন্তর্জাতিক স¤প্রদায়ের মধ্যে ঐক্যের অভাব থাকায় এক্ষেত্রে কার্যকর ভ‚মিকা রাখা যাচ্ছে না। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ভ‚রাজনৈতিক বিভাজন আন্তর্জাতিক সহযোগিতা ব্যাহত করছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ক্ষমতাকে সীমিত করছে। তিনি বলেছেন, ‘বিশ্বকে অবশ্যই ছয়টি বিভাজিত বিষয়ে কথা বলতে হবে : শান্তি, সম্পদ, লিঙ্গ, ডিজিটাল ও প্রজন্মগত।’ করোনা মহামারি ও আবহাওয়া সংকট বিশ্বের বিভাজিত চিত্রটিকে সামনে তুলে এনেছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোভিড -১৯ ও আবহাওয়া সংকট সমাজ ও গ্রহ হিসেবে একেবারেই ভঙ্গুরতা প্রকাশ করেছে। এরপরও এই মহাকাব্যিক চ্যালেঞ্জগুলোর মুখে নম্রতার পরিবর্তে, আমরা উদাসীনতা দেখতে পাই। সংহতির পথের পরিবর্তে, আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছি। একইসময় আমাদের বিশ্বে আরেকটি রোগ ছড়িয়ে পড়ছে : অবিশ্বাসের রোগ।’ জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি এখানে সতর্কবার্তা শোনাতে এসেছি : বিশ্বকে অবশ্যই জেগে উঠতে হবে। আমরা একটি অতল গহŸরের কিনারায় আছি এবং ভুল পথে এগিয়ে যাচ্ছি।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।