Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পপি আড়ালে থাকায় স্থগিত হয়ে রয়েছে সিনেমা কাজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি বেশ কয়েক মাস ধরেই নিরুদ্দেশ রয়েছেন। কারো সঙ্গেই তার কোন ধরনের যোগাযোগ নেই। এমনকি পপি নিজ থেকেও কারো সঙ্গে যোগাযোগ করছেন না। আবার এমন গুঞ্জণ রয়েছে, পপি বিয়ে করেছেন, তিনি মা হতে চলেছেন। এরও কোন সত্যতাও মিলছে না। নানা মাধ্যমে তারসঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দিচ্ছেন না। তার ফেসবুক একাউন্ট অ্যাকটিভ থাকলেও সেখানে কোন আপডেট নেই। তার আগের মোবাইল নাম্বার, হোয়াটসআপ অ্যাকটিভ নেই। তবে তার সহশিল্পী অনেকেই বলছেন, পপি যেখানেই থাকুক, ভালো থাকুক। দিনে শেষে পপি শিল্পী হলেও সেও একজন মানুষ, তারও ব্যক্তিজীবন আছে। সে যদি সবারসঙ্গে যোগাযোগ না রেখে ভালো থাকতে পারে, তবে সেভাবেই থাকুক। আড়াল ভেঙ্গে ফিরে আসলে সবাই স্বাগত জানাবে। এদিকে পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। সাদেক সিদ্দিকী’র পরিচালনায় পপি সর্বশেষ শেষ করেছিলেন ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার কাজ। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন,‘সিনেমাটিতে পপিকে নিয়ে কাজ করাই ছিলো আমার চ্যালেঞ্জ। অনেক কষ্টে সিনেমাটি শেষ করেছি। পপি ডাবিংও করেছে। আশা করছি, আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি দেবো। মুক্তির সময়টাতে পপি থাকলে খুব ভালো হতো। সিনেমার প্রচারণার ক্ষেত্রে নায়িকার বিরাট ভূমিকা থাকে। পপি’কে নিয়ে রাজু আলীম শুরু করেছিলেন ‘প্রজাপতি’ নামের একটি সিনেমা। আমিরুল ইসলাম শোভা শুরু করেছিলেন ‘সেভ দ্য লাইফ’ এবং আরিফ শুরু করেছিলেন ‘শরৎচন্দ্র কাঠগড়ায়’। এছাড়াও আরো কয়েকটি সিনেমার কাজ শুরু হবার কথা। নির্মাতা অভিনতো হাসান জাহাঙ্গীরেরও পপিকে নিয়ে কয়েকটি নাটক নির্মাণের পরিকল্পনা ছিলো। এসব কাজ স্থগিত হয়ে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপি

২৩ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ