প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আগে যেখানে তিনি নিজেই চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন, এখন কারো সাথেই যোগাযোগ করছেন না। পপির মোবাইলটিও বন্ধ রয়েছে। ফলে তার সাথে কেউই যোগাযোগ করতে পারছেন না। এর কারণ সম্পর্কে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই ধারণা করছেন, পপি বিয়ে করে সংসারী হয়েছেন। সংসার নিয়েই ব্যস্ত থাকতে চান। এ কারণে, তিনি চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। তাদের এ ধারণা হয়েছে, পপির বিয়ের খবর রটার পর। বেশ কয়েক মাস ধরে তার বিয়ের খবরটি প্রচার হয়ে আসছে। ইতোমধ্যে পপি তার দীর্ঘদিনের ইস্কাটনের বাসা ছেড়ে গুলশানের একটি ফ্ল্যাটে উঠেছেন বলে জানা যায়। ফ্ল্যাটটি তার স্বামী দিয়েছেন। সেখানেই তিনি এখন বাসা বেঁধেছেন। এদিকে, পপির জন্য বেশ কয়েকটি সিনেমার কাজ আটকে রয়েছে। এর মধ্যে রাজু আলীমের পরিচালনাধীন ভালবাসার প্রজাপতি রয়েছে। রাজু আলীম জানিয়েছেন, পপির কারণে সিনেমাটির কাজ শেষ করতে পারছেন না। তার অংশের বেশ কিছু দৃশ্যের শূটিং বাকি রয়েছে। শেষ পর্যন্ত যদি পপিকে না পাই, তাহলে আমাকে তাকে ছাড়াই সিনেমার কাজটি শেষ করতে হবে। তিনি বলেন, এতে আমার ক্ষতি হলেও সিনেমাটি নিয়ে তো আর বসে থাকতে পারি না। আমাকে এর কাজ শেষ করতে হবে। চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন বলছেন, পপি যদি বিয়ে করেই থাকেন, তা লুকানোর কিছু নেই। বিয়ে করা দোষের কিছু নয়। তবে এভাবে লাপাত্তা হয়ে থাকা উচিৎ হচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।