নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের ছেলে রোমিও বেকহ্যাম পেশাদার ফুটবলে পা রেখেছেন। পরশুদিন যুক্তরাষ্ট্রের ক্লাব ফোর্ট লউডারডেলের হয়ে সাউথ জর্জিয়ার হয়ে খেলেন তিনি। ক্লাবটি যুক্তরাষ্ট্রের প্রথম বিভাগের দল ইন্টার মিয়ামির একটি সহযোগী একটি দল। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি পেশাদার ফুটবলে ইউরোপের পার্ট চুকানোর পর এই ইন্টার মিয়ামিতেই খেলার ইচ্ছার কথা জানিয়েছেন।
এই ক্লাবে ভালো করতে পারলে ইন্টার মিয়ামিতে জায়গা হবে বেকহ্যামের ছেলের। ইংলিশ কিংবদন্তি বেকহ্যাম চান তার ছেলে যোগ্যতা দিয়ে মূল দলে আসুক, বাবার পরিচয়ে যেন কোন সুবিধা সে না পায়। এজন্য নিজ ছেলের উপর সবচেয়ে কঠোর হতে ইন্টার মিয়ামির কোচ নেভিলের কাছে অনুরোধ করেছেন সাবেক এ ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
বিষয়টি জানিয়েছেন কোচ নেভিল নিজে। এ ব্যপারে তিনি বলেন, 'ডেভিড আমাকে বলেছে তার ছেলের প্রতি অন্য সবার চেয়ে আমার সবচেয়ে বেশি কঠোর হতে হবে। মূল দলে যেতে হলে তার অনেক বেশি খাটতে হবে, নয়তো এটি নিয়ে প্রশ্ন উঠবে।'
তবে নেভিল জানিয়েছেন বেকহ্যামের ছেলের খেলা দেখে মুগ্ধ হয়েছেন তারা। এ ব্যপারে নেভিল বলেন, 'আমি মনে করি সে অসাধারণ খেলেছে। তার পরিকল্পনা ছিল ৪৫ মিনিট খেলবে। কিন্তু খেলেছে ৮০ মিনিট। কারণ তার মধ্যে এগিয়ে যাওয়ার অনেক আকাঙ্খা আছে। তার উপর আসলে অনেক চাপ, সঙ্গে অনেক প্রত্যাশা আছে। কিন্তু সে যেটা করছে সেটি হলো মাঠের দিকে মনযোগ দিচ্ছে। তাছাড়া সে জানে তার নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।