Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৭৩তম প্রাইমটাইম এমি : সর্বোচ্চ সম্মাননা ‘দ্য ক্রাউন’ এবং ‘টেড ল্যাসো’র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

৭৩তম প্রাইমটাইম এমির প্রায় পুরোটাই জয় করে নিয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের রাজত্ব নিয়ে নির্মিত নেটফ্লিক্সের টিভি ড্রামা সিরিজ ‘দ্য ক্রাউন’। তার পরই আছে অ্যাপল টিভি প্লাসের কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’। সেড্রিক দি এন্টারটেইনার এবারের এমি উপস্থাপনা করেছেন। জেসন সুডাইকিস কমেডি সিরিজে সেরা অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন। পার্শ্ব ভূমিকায় অভিনয়ে পুরস্কৃত হয়েছেন হ্যানা উইডিংহাম এবং ব্রেট গোল্ডস্টাইন। প্রিমিয়াম কেবল নেটওয়ার্ক এইচবিও তাদের প্রাধান্য রেখেছে ড্রামা মিনি সিরিজ ‘মেয়ার অফ ইস্টটাউন’ এবং ‘হ্যাক্স’ সিরিজ দুটি দিয়ে, এর দুটিই তিনটি করে সম্মাননা পেয়েছে, এতে আছে কেইট উইন্সলেট এবং জিন স্মার্টের এমি জয়। গত রবিবার লস অ্যাঞ্জেলেসের এলএ লাইভ এন্টারটেইনমেন্ট কমপ্লেক্সে অনুষ্ঠানটি আয়োজন করা হয়, প্রচারিত হয় সিবিএস এবং প্যারামাউন্ট প্লাসে।
বিজয়ীদের তালিকা
সেরা ড্রামা সিরিজ ... ‘দ্য ক্রাউন’
সেরা কমেডি সিরিজ ... ‘টেড ল্যাসো’
সেরা মিনি সিরিজ ...‘দ্য কুইন্স গ্যাম্বিট’
সেরা অভিনেতা (কমেডি) ... জেসন সুডাইকিস (‘টেড ল্যাসো’)
সেরা অভিনেত্রী (কমেডি) ... জিন স্মার্ট (‘হ্যাকস’)
সেরা অভিনেত্রী (ড্রামা) ... অলিভিয়া কলম্যান (‘দ্য ক্রাউন’)
সেরা অভিনেতা (ড্রামা) ... জশ ও’কনর (‘দ্য ক্রাউন’)
সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (ড্রামা) ...গিলিয়ান অ্যান্ডারসন (‘দ্য ক্রাউন’)
সেরা সাপোর্টিং অ্যাক্টর (ড্রামা) ...টোবিয়াস মেনজিস (‘দ্য ক্রাউন’)
সেরা সাপোর্টিং অ্যাক্টর (কমেডি) ...ব্রেট গোল্ডস্টাইন (‘টেড ল্যাসো’)
সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (কমেডি) ...হান্না উইডিংহাম (‘টেড ল্যাসো’)
সেরা অভিনেত্রী (মিনি সিরিজ) ...কেট উইন্সলেট (‘মেয়ার অফ ইস্টটাউন’)
সেরা অভিনেতা (মিনি সিরিজ) ...ইওয়ান ম্যাকগ্রেগর, হ্যালস্টন
সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (মিনি সিরিজ) ...জুলিয়ান নিকলসন, (‘মেয়ার অফ ইস্টটাউন’)
সেরা সাপোর্টিং অ্যাক্টর (মিনি সিরিজ) ...ইভান পিটার্স (‘মেয়ার অফ ইস্টটাউন’)
সেরা পরিচালক (কমেডি) ...লুসিয়া অ্যানিয়েলো, (‘হ্যাকস’)
সেরা পরিচালক (ড্রামা) ...জেসিকা হবস, (‘দ্য ক্রাউন’)
সেরা পরিচালক (মিনি সিরিজ) ...স্কট ফ্র্যাঙ্ক (‘দ্য কুইন্স গ্যাম্বিট’)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ