প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
থিম পার্ক রাইডের ওপর ভিত্তি করে ডিজনির সাম্প্রতিক হিট ‘জাঙ্গল ক্রুজ’-এর পরবর্তী পর্বে ফিরবেন ডোয়েন জনসন এমিলি ব্লান্ট এমিলি ব্লান্ট। ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে, জনসন আর ব্লান্ট যথাক্রমে রিভারবোট ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক উল্ফ এবং দুঃসাহসী অভিযাত্রী লিলি হটনের ভূমিকায় অভিনয় করবেন। হমে কোলেট-সেরা এই পর্বটিও পরিচালনা করবেন। প্রযোজনা ও নির্বাহী প্রযোজনার দল এটিতেও একই দায়িত্ব পালন করবেন। ‘জাঙ্গল ক্রুজ’-এর সহ-কাহিনীকার গ্লেন ফিকারা এবং জন রেকুয়া, দ্বিতীয় পর্বেরও কাহিনী লিখছেন। ‘জাঙ্গল ক্রুজ’ ৩০ জুলাই একই সঙ্গে থিয়েটার এবং ডিজনি প্লাস প্রিমিয়ার অ্যাকসেসে মুক্তি পায়। ওটিটির জন্য বাড়তি নেয়া হয় ৩০ ডলার করে। থিয়েটার ও ওটিটি থেকে যথাক্রমে প্রথম দিনেই আয় হয় যথাক্রমে ৩৪.২ মিলিয়ন ও ৩০ মিলিয়ন ডলার। বিশ্বব্যাপী সামগ্রিক আয় হয়েছে ১৯০ মিলিয়ন ডলার। ১৫ বছর আগের পরিকল্পনার পর ‘জাঙ্গল ক্রুজ’ নির্মিত হয়। ১৯৫৫ সালে ডিজনি ‘জাঙ্গল ক্রুজ’ শুরু করে তাদের থিম পার্কে। এটি একটি প্রাচীন ধন্বন্তরি গাছের সন্ধানে ড. হটন আর ক্যাপ্টেন উল্ফের অভিযানের গল্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।