মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইনস চলতি আগস্ট মাসে ৭০টি গন্তব্যে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে। যা এমিরেটসের মোট গন্তব্যের ৫০ শতাংশের বেশি।
এরই মধ্যে গত ১ আগস্ট থেকে ম্যানিলার পর ফিলিপাইনের দ্বিতীয় গন্তব্য ক্লার্কে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট শুরু হয়েছে।
বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সাহায্যে ক্লার্কে প্রতি সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর ফলে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ায় এমিরেটসের গন্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।
এদিকে, ৫ আগষ্ট থেকে কুয়েত সিটিতে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
এ ছাড়া ১৬ আগষ্ট থেকে পর্তুগালের লিবসনে ফ্লাইট পরিচালনা শুরু হবে।
এমিরেটস জানায়, কুয়েতে সপ্তাহে ৭টি ফ্লাইট অপর দিকে পুর্তগালের লিবসনে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালিত করা হবে।
এ ছাড়া ১ আগষ্ট থেকে সুইডেনের স্টকহোম এবং ৪ আগস্ট থেকে অসলোতে নিয়মিত ফ্লাইট চালু হয়েছে। সব মিলিয়ে মাস শেষে এমিরেটসের ফ্লাইটের সংখ্যা দাঁড়াবে ৭০টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।