Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই উপকূল থেকে গোল্ডেন গ্লোব উপস্থাপনা করবেন টিনা ফে এবং এমি পোলার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আসছে গোল্ডেন গ্লোব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের দুই উপকূলীয় মহানগরে। প্রধান দুই উপস্থাপক টিনা ফে আর এমি পোলার দুই জায়গা থেকে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। গোল্ডেন গ্লোবের ৭৮ বছরের ইতিহাসে এমনটি এই প্রথম হচ্ছে। ওফ উপস্থাপনা করবেন নিউ ইয়র্কের দ্য রেইনবো রুম থেকে আর পোলার লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিল্টন হোটেল থেকে। ওগাল্ডেন গ্লোবের জন্য প্রথম হলেও একাধিক এলাকা থেকে কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠান এই প্রথম নয়। ১৯৫০-এর দশকে বেশ কয়েকবার অস্কার একই সঙ্গে নিউ ইয়র্ক আর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল। কোভিড-১৯ মহামারীর কারণে গোল্ডেন গ্লোবের আয়োজক হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) বোর্ড সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছে। এখনও জানা যায়নি মনোনয়নপ্রাপ্ত, উপস্থাপক এবং অভ্যাগতরা অনুষ্ঠান স্থলে সরাসরি উপস্থিত হবেন কীনা, নাকী তা প্রাইম টাইম এমির মত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিনা ফে-এমি পোলার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ