বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। শেষ ২৪ ঘণ্টায় বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু ও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন বিভাগে করোনায় মৃত্যু শূন্য ছিল ও শনাক্ত হয়েছিল ৩৫ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ হাজার ৭৯২ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬৫৬ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৭১৫ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৮ জন, বাঘা উপজেলায় ৭৬২ জন, চারঘাট উপজেলায় ৭৪৫ জন, দুর্গাপুর উপজেলায় ৫৮০ জন, পুঠিয়া উপজেলায় ৬৬২ জন, পবা উপজেলায় ৬৫০ জন, তানোর উপজেলায় ৪৫৬ জন, গোদাগাড়ী উপজেলায় ৫৪৬ জন ও মোহনপুর উপজেলায় ৪১০ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপ্রিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ হাজার ৭৯২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৫৬ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। ৯৩ হাজার ৫৫৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ৭১৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৫৯৫ জন, নওগাঁ ৬৩৬১ জন, নাটোর ৮২৯৯ জন, জয়পুরহাট ৪৫৭৮ জন, বগুড়া জেলায় ২১ হাজার ৪০৫ জন, সিরাজগঞ্জ ১১ হাজার ২৫৫ জন ও পাবনা জেলায় ১২৫৮৪ মৃত্যু হওয়া ১৬৫৬ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩১২ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫৭ জন, নওগাঁ ১৪০ জন, নাটোর ১৭২ জন, জয়পুরহাট ৫৭ জন, বগুড়া ৮২ জন, সিরাজগঞ্জ ৯৬ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১১২১৯৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।