Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মদিনে সালমান শাহর প্রতি শোবিজ তারকাদের শ্রদ্ধা

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৮:২২ পিএম

আজ বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৫০তম জন্মদিন। প্রতি বছর ৯০ দশকের ক্ষণজন্মা এই অভিনেতার জন্মদিন নানাভাবে পালন করে থাকে তার ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা। এবারের জন্মদিনও তার ব্যতিক্রম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাকে নিয়ে বিভিন্নভাবে নিজেদের মনের আবেগ প্রকাশ করেছেন বর্তমান শোবিজ অঙ্গনের তারকারা। জানিয়েছেন শ্রদ্ধা ও ভালোবাসা।

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তার ফেইসবুকে লিখেছেন, ‘দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ। বেঁচে থাকলে তিনি আজ ৫০ বছরে পা রাখতেন। হয়তো বয়সের ছাপ ফুটে উঠতো তাঁর হাসিতে। গলায় ভর করতো গাম্ভীর্য। দুয়েকটা সাদাচুল দেখা গেলেও তাঁর নায়ক সুলভ ব্যক্তিত্বের সামনে হয়তো কোনো পাত্তাই পেত না! তাকে নিয়েই ৫০তম জন্মদিনের সুর্বণ জয়ন্তী পালন করতাম। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এ মানুষটি ২৫ বছর আগে চলে গেলেও আজও আমার মনে সেই ২৫ বছরের তরুণ নায়ক হয়ে দাগ কেটে আছেন। যে দাগটা তাঁর প্রস্থানের এতো বছর পরেও জ্বলজ্বলে। অভিনয় জীবনে অল্পসময়ে এতো মানুষের ভালোবাসা পাওয়া যে সত্যি দুর্লভ ভাগ্যের ব্যাপার, সেটা সালমান শাহকে দেখলে বোঝা যায়। আজও বাংলার মানুষ তাকে আবেগ ও শ্রদ্ধায় স্মরণ করছে, ভবিষ্যতেও করে যাবে। একজন মানুষ অমরত্ব পায় তার কর্মের মাধ্যমে। সালমান শাহ নামক মহান শিল্পী অকালে চলে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছেন। তিনি বেঁচে থাকবেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে। শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ।’

সালমান শাহর সহঅভিনেত্রী শাবনূর তার পেইজে লিখেছেন, ‘সালমান শাহ্, একটি নামই যথেস্ট। এমন একটি নাম যার সাথে জড়িয়ে আছে, হারিয়ে যাওয়া সোনালী সময়। প্রতিবছর এই দিন কোটি ভক্তের হৃদয়ে আলোড়ন তুলে সালমান শাহ্ ফিরে আমাদের মাঝে। ভালোবাসার অঞ্জলি নিয়ে ফিরে যান অযূত নক্ষত্রের ভীড়ে। শুভ জন্ম দি,ন ভালো থাকো প্রতিদিন।’

সালমান শাহর জন্য দোয়া প্রার্থনা করে নায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘শুভ জন্মদিন আবেগ এবং ভালোবাসা মিশ্রিত প্রিয় অভিনেতা সালমান শাহ। আপনি আজীবন আমাদের অহংকার হয়ে থাকবেন। আমরা বলবো আমাদের একজন সালমান শাহ ছিলেন, আছেন। মহান আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।’

সালমান শাহর স্টাইলে নিজের একটি ছবি ফেইসবুকের কভার ফটোতে দিয়ে ক্যাপশনে চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘আকাশের ঠিকানায় চিঠি লিখো’।

সালমান শাহকে উৎসর্গ করা পোড়ামন ২ সিনেমার একটি গানের মেকিং নিয়ে পরিচালক রায়হান রাফি ও নায়ক সিয়ামের একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে চিত্রনায়িকা পূজা চেরি লিখেছেন, ‘তুমি ছাড়া সবাই জিরো! শুভ জন্মদিন সালমান শাহ।’

চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার লিখেন, ‘শুভ জন্মদিন আমার আবেগের সালমান। আকাশের ওপারে খুব ভাল থেকো।’

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘শুভ জন্মদিন ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ।’

অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাহি সদস্য জয় চৌধুরী লিখেন, ‘শুভ জন্মদিন আইডল। কি লিখবো? যতই লিখবো কম হয়ে যাবে। অনেক দোয়া।’



 

Show all comments
  • Md ayub miah manik ২০ সেপ্টেম্বর, ২০২১, ২:২১ এএম says : 0
    Salman Sha Waz all rounder.no body came same to my hero Salman sha.now super star sakib can not take his place.because Salman really Salman.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমান শাহ

২৫ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ