প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র ২৭’তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর ২৬ বছর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং তার ভক্তরা তাকে আইডল হিসেবে মনে রেখেছে। অভিনয় দক্ষতা দিয়ে তিনি দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। দেশের চলচ্চিত্রে ফ্যাশন আইকন হিসেবেও তিনি পরিচিত। এখনো টেলিভিশনে তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা সালমান শাহ’র সাথে তিনটি সিনেমায় অভিনয় করেছিলেন। সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সালমান আমাকে প্রায়ই বলতো, আপনি আমার আপন মা না হলেও, আপনি আমার সুইট মা। মা ছাড়া সে আমাকে অন্য কিছুই ডাকতো না। এত বছর পরও তাকে নিয়ে কথা বলতে গেলে আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে যাই। ববিতা বলেন, সালমান শাহ একজন ভালো অভিনেতা ছিলো। পোশাকে ফ্যাশনে নতুনত্ব সৃষ্টি করেছিল। ফ্যাশন আইকনে পরিণত হয়েছিল। তাকে অনুকরণ করে অনেকেই চলচ্চিত্রে এসেছে। এটা অনেক বড় বিষয়। অভিনেতা হিসেবে অনন্য ছিল। এমনভাবে সংলাপ বলতো, এমনভাবে এক্সপ্রেশন দিত যে, তা বুঝার উপায় থাকত না, সেটা অভিনয় নাকি সত্যি। পরিচালকের কাছ থেকে দৃশ্য বুঝে এমনভাবে সংলাপ বলত যে, তার সহশিল্পীর জন্যই সেই অভিনয়ের কাউন্টার দেয়া কঠিন হয়ে যেত। সালমান সত্যিই অনেক বড় মাপের অভিনেতা ছিল। তার মতো অভিনেতার চলে যাওয়া আমাদের জন্য অনেক বেদনার, অনেক কষ্টের।
সালমান শাহ’র জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। স্কুলে পড়ার সময় সালমান শাহ বন্ধুমহলে সঙ্গীতশিল্পী হিসেবে পরিতি ছিলেন।। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাস করেছিলেন। চলচ্চিত্রে আসার আগে ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন তিনি। চলচ্চিত্রে আসার আগে তিনি নাটকে অভিনয় করেছিলেন। মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহ’র অভিনয় জীবন শুরু হয়। পরবর্তীতে আরো বেশকিছু নাটকে অভিনয় করেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে সালমান শাহ’র চলচ্চিত্রে যাত্রা শুরু। এ সিনেমার মাধ্যমে মৌসুমীরও চলচ্চিত্রে অভিষেক হয়। সিনেমাটি অসম্ভব জনপ্রিয়তা পায়। তারপর থেকে সালমান শাহকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকের মাঝে অসম্ভব ক্রেজ সৃষ্টি করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান বাংলাদেশের সিনেমার এই উজ্জ্বল নক্ষত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।