Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আজ দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু আজও রহস্য রয়ে গেছে। দেশের চলচ্চিত্রে সালমান শাহ অসামান্য জনপ্রিয়তা অর্জন করেন। তার প্রতিটি সিনেমাই সুপার-ডুপার হিট ছিল। এখনও তার ভক্তরা তার সিনেমা দেখে আপ্লুত হন। তার সিনেমাগুলোর মধ্যে রয়েছে, কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, কন্যাদান, জীবন সংসার, দেন মোহর, চাওয়া থেকে পাওয়া, সুজন সখী, বুকের ভেতর আগুন, এই ঘর এই সংসার, স্নেহ, বিচার হবে, প্রেমযুদ্ধ, মহামিলন (শাবনূর), তোমাকে চাই, বিক্ষোভ, আশা ভালোবাসা, মায়ের অধিকার , আঞ্জুমান, আনন্দ অশ্রু, সত্যের মৃত্যু নেই, প্রিয়জন, শুধু তুমি, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের নায়ক ও স্বপ্নের ঠিকানা। সর্বাধিক ১৪টি ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর। সালমান শাহ অভিনীত প্রত্যেকটি সিনেমাই দেশের বিভিন্ন অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ভিসিডি-ডিভিডি আকারে বাজারে ছেড়েছে। সালমান শাহ’র বিপরীতে শাবনূর-মৌসুমী থেকে শুরু করে শাবনাজ, শাহনাজ, লিমা, শাবজান, শিল্পী, বৃষ্টি, শ্যামা প্রত্যেকেই নায়িকা হয়েছিলেন। তার মৃত্যুর পর তাকে অনুসরণ করে চলচ্চিত্রে এসেছেন ফেরদৌস, রিয়াজ ও শাকিল খান। সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমান শাহ

২৫ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ