Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমান শাহ আত্মহত্যা করেননি বলে দাবি করেছেন নীলা চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

চিত্রনায়ক সালমান শাহর আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এ নিয়ে তর্ক-বিতর্ক থামছে না। সর্বশেষ বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিআইবি) তদন্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে বলা হয়েছে। তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি বলেছেন, আত্মহত্যা নয়, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার লন্ডনের ব্রিকলেনের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পিবিআই প্রকাশিত এ রিপোর্ট প্রত্যাখান করে নীলা চৌধুরী পুনরায় এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এ সময় সালমান শাহর স্ত্রী সামিরা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে আবারও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে প্রায় ১ ঘণ্টা ছেলের স্মৃতিচারণ করেন নীলা চৌধুরী। ছেলের কথা বলতে গিয়ে তিনি আবেগ প্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সে যদি আত্মহত্যাই করে থাকে তাহলে কেন আমরা তার ঘরে যাওয়ার পূর্বেই তাকে ফ্যান থেকে নামিয়ে ফেলা হলো? সে যে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলা হচ্ছে তা বাস্তবসম্মত নয়। কারণ ফ্যানের সঙ্গে ঝুললে তার পা মাটিতে লেগে যেতো। সামিরাকে দায়ী করে নীলা চৌধুরী বলেন, সামিরার সাথে সম্পর্ক জেনে যাওয়ার কারণেই সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল, বিয়েও করতে চেয়েছিলেন-এমন অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দেন নীলা চৌধুরী। বিভিন্ন মিডিয়ায় শাশুড়ির বিরুদ্ধে সামিরার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সে আমার বিরুদ্ধ মিথ্যা বলে মামলা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে সালমান শাহর ভাই শাহরান চৌধুরী বিল্টু ও মামা আওরঙ্গজেব বুলবুল উপস্থিত ছিলেন। তারাও সালমানের মৃত্যুরহস্য উদঘাটনে পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমান শাহ

২৫ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ