Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুবার্ষিকীতে সালমান শাহকে ভক্তদের শ্রদ্ধাভরে স্মরণ

আবদুল মোমিন | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৯:০৩ পিএম

৯০ দশকের জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ কোটি দর্শকের মন জয় করেছিলেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আকস্মিকভাবে তার মৃত্যুর খবর আসে। আজ প্রিয় নায়কের ২৩তম মৃত্যুবার্ষিকী। কিন্তু ২৩ বছরেও অজানা রয়ে গেছে মৃত্যু রহস্য। সালমান শাহ’র মৃত্যুবাষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন নেটিজেনরা। তারকাদের পাশাপাশি সাধারণ ভক্তরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।

সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘‘আজ প্রয়াত নায়ক সালমান শাহ- এর ২৩তম মৃত্যুবার্ষিকী। কিংবদন্তীর কখনো মৃত্যু নেই৷ শ্রদ্ধাভরে স্মরণ করছি এই কিংবদন্তী নায়ককে।’’

ফেইসবুক ব্যবহারকারী মো. কামরুল হাসান লিখেছেন, ‘‘দোয়া করছি ও শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রিয় নায়ক এখনো স্মরণীয় হয়ে আছে। ভবিষ্যতেও থাকবে। ওপারে ভালো থাকবেন।’’

‘‘সালমান শাহ তোমার তুলনা শুধুই তুমি, ভালোবাসা তোমার প্রতি সবসময় থাকবে। দোয়া করি আল্লাহ তায়ালা তোমার কবরের আযাব মাফ করে তোমাকে বেহেশত নসিব করুক, আমিন’’ লিখেছেন মো. রিয়ন।

প্রিয়াঙ্কা চৌধুরী লিখেছেন, ‘‘সালমান শাহ একজনই ছিল, ওনার তুলনা কারও সাথে হয় না। অনেক অনেক শ্রদ্ধা আর ভালবাসা প্রিয় মানুষটার প্রতি।’’

অনেকে সালমান শাহ অভিনীত গানের কয়েকটি কলি গেয়ে নায়ককে স্মরণ করেছেন। হাফসা চৌধুরী লিখেছেন, ‘‘নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভুলা। অনেক অনেক লাইক করতাম ভাইয়া টাকে। আল্লাহ জান্নাত নাসিব করো। আমিন।’’

সালমান শাহ’র মাগফিরাত কামনা করে বেলি রহমান লিখেছেন, ‘‘ভালো থাক পরপারে প্রিয় সালমান শাহ ওরফে ইমন। তোমার ২৩তম মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি যেন, তিনি তোমার সকল গুনাহ মাফ করে তোমাকে বেহেশতবাসী করেন।’’

‘‘একসময় সালমানের খুব ভক্ত ছিলাম। সালমান মারা যাওয়াতে ওেই সময় ছোট্ট মনে খুব কষ্ট পেয়েছিলাম... ওপারে ভালো থাক এ কামনা রইল’’ লিখেছেন টিটু ধর।

মোস্তাফিজুর রহমান শোহাগ লিখেছেন, ‘‘ঢালিউডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্মার্ট ও সেরা নায়ক সালমান শাহ তার সমতুল্য মনে হয় না কোনো দিন কোনো নায়ক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবে, মহান আল্লাহ পাক ওনার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন।’’

ফেইসবুক ব্যবহারকারী কেএস জামান লিখেছেন, ‘‘বেঁচে থাকলে অনেক অসাধারণ ছবি উপহার দিতেন। আফসোস, একটা মেয়ে তার জীবন শেষ করে দিলো। আর আমরা হারালাম আমাদের প্রিয় নায়ক কে। সালমান শাহ, আপনি বেঁচে থাকবেন আমাদের মাঝে যুগের পর যুগ ধরে।’’

রাকিব আহমেদ লিখেছেন, ‘‘নতুন করে কিছু বলার আর ভাষা পাচ্ছি না, কতটা ভালোবাসি প্রিয় স্বপ্নের নায়ককে তা বলে বোঝাতে পারবো না। দোয়া করি আল্লাহর কাছে তাকে যেন বেহেশতনাসিব করেন।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ