মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবকে ৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এখন পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পেন্টাগন জানিয়েছে, সউদী আরবের হেলিকপ্টারগুলো রক্ষণাবেক্ষণের জন্য মূলত এই চুক্তির আওতায় সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। এরমধ্যে সিএই-৪৭ডি চিনুক হেলিকপ্টারের সরঞ্জামাদিও রয়েছে।
এর আগে, ইয়েমেন যুদ্ধে সউদীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় ওয়াশিংটন। এরমধ্যেই আবারও সউদীকে সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন।
শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের জার্মানিসহ কয়েকটি দেশ সউদীর কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। ইয়েমেন যুদ্ধে সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা হামলার ঘটনায় এমন পদক্ষেপ নেওয়া হয়। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।