বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জুমার নামাজে খুতবার আজান নিয়ে মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে আবু হানিফ খান (৪৫) নামে এক মুসল্লী নিহত হয়েছে। শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আবদুল খানের ছেলে।
সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত সাতজন। তাদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চারজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গুরুতর আহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, ইমন খান ও আবুল খায়ের।
বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমীন জানান, কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে শুক্রবার খুতবার আজান জোরে ও আস্তে দেওয়া নিয়ে মতবিরোধে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাতজন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন,সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের বিষয়টি তদন্ত করা হচ্ছে। মসজিদ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।