Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক ছাত্রলীগ নেতা স্ত্রীকে তালাক না দিয়েই মাহিকে বিয়ে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৩ এএম | আপডেট : ১২:১৭ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২১

দ্বিতীয় বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেলো ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

রাকিব সরকারের পুরো নাম কামরুজ্জামান সরকার রাকিব। তিনি গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। এক সময় ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সদস্য ছিলেন রাকিব। তূণমুল থেকে রাজনীতি শুরু করা রাকিব সরকারের রয়েছে অনেক সুনাম। গরিব-দুঃখী মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রাকিব সরকার। তিনি বিভিন্ন ব্যবসায় জড়িত। সেগুলোর মধ্যে গাড়ির শো-রুম, পরিবহন, রিসোর্ট, কাঁচা মালের আড়ৎ, জমিসহ আরো অনেক কিছু।

মাহি ও রাকিব দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সংসারে দুই সন্তানের জনক রাকিব। এরমধ্যে একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির নাম সোয়াইব ও মেয়েটির নাম সাইয়ারা। মাহির সঙ্গে তার সাবেক স্বামী অপুর ডিভোর্স হলেও রাকিব এখনো তার স্ত্রীকে ডিভোর্স দেননি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে রাকিবের স্ত্রী বিষয়টি জানিয়ে বলেন- রাকিব তাকে না জানিয়েই বিয়ে করেছে, তিনি প্রয়োজনে মামলা করবেন। প্রিন্ট মিডিয়ার অনলাইন ভার্সনেও এমন খবর ভেসে বেড়াচ্ছে।

রাকিবের সঙ্গে মাহির বন্ধুত্ব বেশ পুরনো। দুজনের মতের মিল এবং বোঝাপড়াও ভালো। আর তাই ৯ বছরের বন্ধুত্বকে বিয়েতে রূপ দিয়েছেন তারা। এই বিয়ে নিয়ে আশাবাদী মাহি।

এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমে জানিয়েছেন, ‘বিচ্ছেদ হওয়ার পরে একসময় বিয়ে তো করতেই হতো। যেহেতু তাকে আমার সব দিক থেকে ভালো লেগেছে, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। সে–ও মনে করেছে, আমার সঙ্গে বিয়ে হলে সুখী হবে। সেই জায়গা থেকেই আমাদের বিয়ে।’

তাদের বিয়ের আয়োজনে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন। তবে এই বিয়েতে শুরুতে মত দেননি পরিবার। মাহি জানান, 'পরিবারের সম্মতি ছিল না। পরে পরিবারকে রাজি করিয়েছি। আমাদের দুজনের এটা দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় বিয়েতে অ্যাপ্রিসিয়েশন তেমন একটা থাকে না, এটাই স্বাভাবিক।'

মাহির দ্বিতীয় বিয়ের খবরে অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন আবার কেউ কেউ তাকে বাঁকা চোখে দেখছেন। তবে কারো কটু দৃষ্টিতে কিছু যায় আসে না নায়িকার। তার মতে- তারা ভালো আছেন, ভালো



 

Show all comments
  • Muhammad Faisal ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৩ পিএম says : 0
    তো এখানে সমস্যা কোথায় ? বিয়ে তো ৪ টা করা যায়।
    Total Reply(0) Reply
  • ডাঃ সমর সেন ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৩ পিএম says : 0
    তো। কি হয়েছে? তার প্রথম বউ কি অভিযোগ দিয়েছে কোথাও? বেচারা মন্দ কি করলো? সে তো জেনা, ব্যভিচার বা ধর্ষণ করে নাই। প্রয়োজন হয়েছে বিয়ে করেছে, এটা নিয়ে সংবাদ করার কী আছে!
    Total Reply(0) Reply
  • Sumaiya Islam Priya ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৪ পিএম says : 0
    রাজনৈতিক নেতাদের অধিকাংশের ই চারিত্রিক সমস্যা
    Total Reply(0) Reply
  • সোহাগ তানভীর ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৪ পিএম says : 0
    ২য় বিয়ের ক্ষেত্রে শরিয়াহ আইনে ১ম স্ত্রীকে তালাক দেওয়া কোন শর্ত নয়। তবে ১ম স্ত্রীর নিকট হতে অবশ্যই অনুমতি নিতে হবে।
    Total Reply(0) Reply
  • Samsur Rahman Samiul ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৪ পিএম says : 0
    অভিযোগ করলেও লাভ নেই, আইনে ফাঁক আছে।
    Total Reply(0) Reply
  • Mozammel ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:০৪ পিএম says : 0
    একজন পুরুষ দিত্বীয় বিয়ে করা কি করতে পারে না। সে তো যেনা করে নাই। দোয়া করি দুজন কে নিয়ে সুখী হউক
    Total Reply(0) Reply
  • Afzol Hossain ১৮ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৪ এএম says : 0
    They are both same c
    Total Reply(0) Reply
  • shafiqil islam ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩১ এএম says : 0
    আবার তোরা মানুষ হ!
    Total Reply(0) Reply
  • Sheikh Farid ২২ সেপ্টেম্বর, ২০২১, ৬:২৩ পিএম says : 0
    নায়িকা নিয়ে কয়েকদিন ফুর্তি করবে আর কি? নিজের ছেলে মেয়েকে তো বাদ দিতে পারে না। আর যদি মানিয়ে যায়। ভালই হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ