Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটবলে বিলুপ্ত তৃতীয় বিভাগ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দেশের ঘরোয়া ফুটবলের কাঠামোতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী মৌসুম থেকে তৃতীয় বিভাগ লিগ আর থাকছেন না! চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহে স্বাধীনতা কাপ টুর্নামেন্ট দিয়ে শুরু হবে নতুন মৌসুম। এই টুর্নামেন্ট শেষ হওয়ার সপ্তাহখানেক বিরতি দিয়ে মাঠে গড়াবে ফেডারেশন কাপ। আর নতুর বছরের প্রথম সপ্তাহেই শুরু হবে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এছাড়া আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে কংগ্রেস। এর আগেই ফিফার সঙ্গে আলোচনা করে গঠনতন্ত্র সংশোধনের খসড়া দাঁড় করাবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। গতকাল দুপুরে বাফুফের নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি বলেন, ‘প্রথম থেকে তৃতীয় বিভাগের মধ্যে আগামীতে শুধু দুই লিগ মাঠে গড়াবে। এগুলো হচ্ছে- প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ। নতুন মৌসুম থেকে তৃতীয় বিভাগ লিগ আর থাকছে না।’ ক’দিন দিন আগেই শেষ হলো চলমান মৌসুমের তৃতীয় বিভাগ লিগ। এই লিগের পাঁঁচটি দল দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। বাকি দলগুলোর অবস্থান কি হবে এ প্রসঙ্গে সালাম বলেন, ‘আমরা কাউকে বাদ দেব না। সবাই সামর্থ্য এবং যোগ্যতা বিবেচনায় দ্বিতীয় বিভাগে খেলার সুযোগ পাবে।’
আগামীতে তৃতীয় বিভাগ না থাকায় পাইওনিয়ার থেকে সরাসরি দ্বিতীয় বিভাগে উঠবে দল। কয়টি দল উঠবে দ্বিতীয় বিভাগে, কয়টি অবনমনে যাবে? তাছাড়া অধীক সংখ্যক দল নিয়ে কিভাবে দ্বিতীয় বিভাগ লিগের খেলা হবে, এ বিষয়গুলো এখনো ঠিক হয়নি। ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি এই বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। কাল দেশের ফুটবলের একটি স্তর বিলুপ্ত করছে বাফুফের নির্বাহী কমিটি। বিষয়টি আগামী বাফুফে কংগ্রেসে উঠবে। কংগ্রেস অনুমোদন দিলে তা আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে। ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের কংগ্রেস। অবশ্য কংগ্রেসের আগেই ফিফার সঙ্গে আলোচনা করে গঠনতন্ত্র সংশোধনের খসড়া দাঁড় করাবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
কংগ্রেস নিয়ে সালাম মুর্শেদী বলেন, ‘গঠনতন্ত্রের ব্যাপারে এ মাসের মধ্যে আমরা আপনাদের একটা অবস্থান জানাতে করতে পারবো। আমরা নিয়মিত কংগ্রেস (বার্ষিক সাধারণ সভা) করতে চাই। এর ধারাবাহিকতায় ৩০ অক্টোবর কংগ্রেসের দিনক্ষণ ঠিক হয়েছে। আনুষ্ঠানিক অনেক বিষয় আলোচনা ছাড়াও আমাদের ফুটবলের স্টেকহোল্ডাররা মতামত দেবেন।’
তিনি জানান, চলতি বছরেই স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। এর দিনক্ষণ হবে নভেম্বরের শেষ সপ্তাহ। এরপরই মাঠে গড়াবে ফেডারেশন কাপ। আর জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে বিপিএল। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন,‘বর্ষা মৌসুম এড়ানোর জন্যই লিগ এবার আগেভাগে শুরু করবো আমরা। মুজিববর্ষ বলে আমরা স্বাধীনতা কাপ দিয়ে মৌসুম শুরু করবো। তারপর ফেডারেশন কাপ ও লিগ। আশা করি জানুয়ারির প্রথম সপ্তাহে লিগ শুরু করতে পারবো।’
নভেম্বর ও ডিসেম্বর দুই মাসে দু’টি টুর্নামেন্ট শেষ করবে বাফুফে। এর মধ্যে স্বাধীনতা কাপের পরিধিও এবার হবে বড়। বিপিএলের ১২ দলের সঙ্গে বাছাই প্রক্রিয়ায় একাধিক দল যোগ করে স্বাধীনতা কাপ আয়োজনের ইচ্ছা আছে বাফুফের। মৌসুম শুরু আগে দলবদল কার্যক্রম নিয়েও
প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাফুফের পেশাদার লিগ কমিটি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে খেলোয়াড়দের নিবন্ধন বা দলবদল কার্যক্রম। দলবদল শেষে এক বা দেড়সপ্তাহ পরই স্বাধীনতা কাপ শুরু করবে বাফুফে। ফেডারেশন কাপ শুরুর সাম্ভাব্য তারিখ হতে পারে ১ বা ২ জানুয়ারি। এরপরই হবে লিগ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ