Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থতা নিয়েই আদালতে হাজির হলেন সু চি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৯ পিএম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি অসুস্থতার কারণে আদালতে না যাওয়ার একদিন পর আদালতের শুনানিতে হাজির হয়েছেন। গত সোমবার গাড়িতে ভ্রমণজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারলেও গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কিছুটা সুস্থ বোধ করায় আদালতে হাজির হন। খবর সিজিটিএনের।

অং সান সু চির আইনজীবী এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনানি ছিল নেত্রীর লাইসেন্সবিহীন ওয়াকি টকি অবৈধভাবে রাখা বিষয়ক।

এছাড়াও, তার বিরুদ্ধে গত বছর সংসদীয় নির্বাচনের সময় ‘ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন’ নামের সরকারি আইন ভঙ্গ করার অভিযোগ রয়েছে, যাতে গত বছর সংসদীয় নির্বাচনের প্রচারাভিযানের সময় কোভিড বিধি লংঘন করা হয়।

এছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গ, জনরোষ বৃদ্ধিতে উস্কানি, দাতব্য ফাউন্ডেশনের জন্য দেয়া জমির অপব্যবহার এবং অবৈধভাবে ৬ লক্ষ ডলার অর্থও ১১ কিলোগ্রাম স্বর্ণ নেয়ার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় ৭৬ বছরের সু চিকে। পরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করে সেনা সরকার। সূত্র : রয়টার্স।



 

Show all comments
  • Rabiul Alam Liton ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৯ পিএম says : 0
    নিপীড়িত রোহিংগাদের অভিশাপ লেগেছে সূচিকে।
    Total Reply(0) Reply
  • Md. Yousuf ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৭ পিএম says : 0
    কুক্ষাত সন্ত্রাসী সুচি নামের নরকের কীট।
    Total Reply(0) Reply
  • Salauddin Sheikh ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৫ পিএম says : 0
    রোহিঙ্গা হত্যার খল নায়িকা ধ্বংস হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ