মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি অসুস্থতার কারণে আদালতে না যাওয়ার একদিন পর আদালতের শুনানিতে হাজির হয়েছেন। গত সোমবার গাড়িতে ভ্রমণজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারলেও গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কিছুটা সুস্থ বোধ করায় আদালতে হাজির হন। খবর সিজিটিএনের।
অং সান সু চির আইনজীবী এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনানি ছিল নেত্রীর লাইসেন্সবিহীন ওয়াকি টকি অবৈধভাবে রাখা বিষয়ক।
এছাড়াও, তার বিরুদ্ধে গত বছর সংসদীয় নির্বাচনের সময় ‘ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন’ নামের সরকারি আইন ভঙ্গ করার অভিযোগ রয়েছে, যাতে গত বছর সংসদীয় নির্বাচনের প্রচারাভিযানের সময় কোভিড বিধি লংঘন করা হয়।
এছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গ, জনরোষ বৃদ্ধিতে উস্কানি, দাতব্য ফাউন্ডেশনের জন্য দেয়া জমির অপব্যবহার এবং অবৈধভাবে ৬ লক্ষ ডলার অর্থও ১১ কিলোগ্রাম স্বর্ণ নেয়ার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় ৭৬ বছরের সু চিকে। পরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করে সেনা সরকার। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।