Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসার ভাঙার বিষয়টি ভুল বোঝাবোঝি বললেন শ্যামল ও মাহা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৮ এএম

হঠাৎ করেই সাংস্কৃতিক অঙ্গনে গুঞ্জন, জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলার সংসার ভাঙনের সুর বাজছে। এমন গুঞ্জনের জন্য অভিনেতা শ্যামলের সহধর্মিণী মডেল মাহা শিকদারের একটি ফেসবুক স্ট্যাটাস দায়ী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এক চিত্রনায়িকার বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে স্ট্যাটাস দিয়ে হইচই ফেলে দিয়েছেন শ্যামলের স্ত্রী মাহা শিকদার।

১৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে মাহা শিকদার নিজের ফেসবুকে নায়িকাকে উদ্দেশ করে লেখেন, ‘কারো সংসার নষ্ট করার আগে ভাবা উচিত আপনিও একজন মেয়ে।’ ওই চিত্রনায়িকাকে স্ট্যাটাসে ট্যাগ করেন। কিন্তু এর কিছুক্ষণ পর সেই স্ট্যাটাস তিনি মুছে দেন। এবং সাংবাদিকদের একরকম হুঁশিয়ারি দিয়ে আরেকটি স্ট্যাটাস দেন মাহা। তাতে লেখেন, ‘কি আজব..! কারও জন্য কোনো কিছু লেখা যাচ্ছে না। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো অভিযোগ করিনি। আগে যেনে পরে কিছু লিখবেন জার্নালিস্ট ভাইয়ারা। আমরা আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। প্রার্থনায় রাখবেন যেন সুখে জীবন কাটাতে পারি।’

এদিকে সংবাদমাধ্যমকে মাহা জানিয়েছেন, পুরো বিষয়টি ভুল বোঝাবুঝি। তাদের সংসার ভাঙনের বিষয়টি গুঞ্জন নয় গুজব। তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা ভালো আছি। শ্যামলের জন্য রান্না করে শুটিং স্পটে খাবার নিয়ে যাচ্ছি। আমরা একসাথেই আছি।’ মাহার দাবি করেন, ‘তারা ভালোবেসে বিয়ে করেছেন আমৃত্যু সংসার করার জন্য। খুব বুঝে শুনেই তারা বিয়েটা করেছেন, আলাদা হওয়ার জন্য নয়। তাদের নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় সেই অনুরোধও করেন তিনি।’

একইরকম জবাব এসেছে অভিনেতা শ্যামল মাওলার কাছ থেকেও। পুরো বিষয়টি গুজব দাবি করেছেন শ্যামল বলেন, ‘আমরা বেশ ভালো আছি। এরকম কিছুই হয়নি। পুরো বিষয়টি ভুল বোঝাবোঝি। আমি শুটিং সেটে আছি। মাহার সাথে আমার কথা হয়েছে। ও একটু পরে আমার সেটে আসবে তার হাতের রান্না নিয়ে।’

প্রসঙ্গত, চুটিয়ে প্রেম করে বেশ ঘটাকরে বন্ধনে আবদ্ধ হন অভিনেতা শ্যামল মাওলা ও মডেল মাহা শিকদার। গত বছরের ১০ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শ্যামল মাওলা ও স্ত্রী তার দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদার। মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন। মিডিয়াতেও তার অল্প বিস্তর পদচারণা আছে। অন্যদিকে, শ্যামলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ঘর বেঁধেছিলেন নন্দিতার সঙ্গে। তাদের সংসারে তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ