Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাও, ঘুমাও, ক্লাবের জন্য লড়াই কর : সতীর্থদের ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৩ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পুুনঃঅভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর।

এ ম্যাচটিতে মাঠে নামার আগে রোনালদো নতুন সতীর্থদের সঙ্গে কথা বলেন। এই আলোচনায় তিনি নিজের ইচ্ছা, লক্ষ নিয়ে কথা বলেছেন। তাছাড়া সতীর্থদেরও দিয়েছেন নানা দিক-নির্দেশনা। ওই নির্দেশনায় রোনালদো রেড ডেভিল সতীর্থদের না কি বলেছেন তোমার খাও, ঘুমাও আর ক্লাবের জন্য লড়াই কর। তাতেই হবে। তাছাড়া তিনি জানিয়েছেন তিনি দুই মৌসুমের জন্য এসেছেন ক্লাবটির জয়ের মানসিকতা তৈরি করতে, যেটি তিনি চলে গেলেও থাকবে।

সেদিন ম্যাচের আগে রোনালদো কি বলেছিলেন সেই কথাগুলো প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দি সান।
সংবাদমাধ্যমটি জানায় রোনালদো তার বক্তব্যে বলেছেন, ' আমি দুটি কারণে ম্যানইউতে ফিরে এসেছি। প্রথমটি হলো এ ক্লাবকে আমি ভালোবাসি। দ্বিতীয়টি হলো তাদের জয়ের আকাঙ্খা আছে, যেটি সব সময় থাকে।'

'আমি এখানে চিয়ার লিডার হতে আসিনি। যদি তোমরা সাফল্য চাও, তাহলে মনের গভীর থেকে ক্লাবকে ভালোবাসতে হবে। '
'তোমাদেরকে নিয়মিত ঘুমাতে হবে, খেতে হবে, আর ক্লাবের জন্য লড়াই করতে হবে। তুমি খেল আর না খেল সতীর্থদের সাহায্য করতে কবে এবং নিজের সর্বোচ্চটা দিতে হবে।'
'আমি এখানে শুধু জিততেই এসেছি, আর কিছু না। তোমরাও কি জিততে চাও না।'?

তাছাড়া রোনালদো না কি জানিয়েছেন গত কয়েক মোসুম ধরে যে ম্যানইউর সময়টা খারাপ যাচ্ছে সেটি তিনি ভালোভাবেই জানেন। তাই তিনি নিজের পুরনো ক্লাবের স্বর্ণালী সময় ফিরিয়ে আনতে এসেছেন তিনি। এ ব্যপারে রোনালদো বলেন, ' তোমরা সবাই অসাধারণ খেলোয়াড়, তোমাদের যোগ্যতা আছে, নয়তো কি আমি আসতাম? তোমাদের উপর বিশ্বাস আছে আমার। ম্যানইউর স্বর্ণালী সময় ফিরিয়ে আনতে পারব আমরা।'

ম্যানইউর হয়ে প্রিমিয়ার লিগে খেললেও আজ চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো নাও খেলতে পারেন। ইয়ং বয়েজের বিপক্ষে আজ রাতে ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ