Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের শীর্ষ দশে জামিয়া ও আলীগড় বিশ্ববিদ্যালয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৬ পিএম

ভারতের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) ও আলীগড় মুসলিম ইউনিভার্সিটি (এএমইউ)। ২০২১ সালের এনআইআরএফ বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে এই তথ্য জানা যায়। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই র‌্যাংকিং প্রকাশ করেছিলেন।

সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে জামিয়া মিলিয়া ইসলামিয়া। দশম অবস্থানে রয়েছে আলীগড় মুসলিম ইউনিভার্সিটি। রয়েছে দশম স্থানে । জেএমআই ভিসি নাজমা আক্তার বলেন, কোভিড-১ মহামারীর কারণে দেশ ও বিশ্ববিদ্যালয়গুলোকে যে প্রতিকূল সময় মোকাবেলা করতে হচ্ছে এবং র‌্যাংকিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে ক্রমবর্ধমান প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, তার আলোকে এই অর্জন আরো বেশি তাৎপর্যপূর্ণ।

এএমইউ ভিসি অধ্যাপক তারিক মনসুর বলেন, ‘অত্যন্ত গর্বের বিষয় হলো ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাংকিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এর ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২১ -এর তালিকায় এএমইউ দেশের শীর্ষ দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। এই র‌্যাংকিং কর্মীবৃন্দ ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রতিফলন।’ সাথে সাথে এই অর্জনের জন্য কর্মচারী, শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।

এনআইআরএফ শিক্ষা মন্ত্রণালয় ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে র‌্যাংক করতে ব্যবহার করা একটি পদ্ধতি। বর্তমানে প্রকাশিত হয়েছে এনআইআরএফ ষষ্ঠ সংস্করণ। এই বছর মাদ্রাজের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি’ (আইআইটি) ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। সূত্র: মুসলিম মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ