Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪২ পিএম

খুলনায় ট্রেনের ধাক্কায় আনোয়ার হোসেন ভোলা নামে (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১ টার দিকে ফুলবাড়িগেট সংলগ্ন রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মহেশ্বরপাশা বনিকপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

খানজাহান আলী থানার এসআই আসাদ জানান, বেলা ১ টার দিকে আনোয়ার হোসেন ভোলা ফুলবাড়িগেট বাজারের ভেতরে রেল ক্রসিং এর উত্তর পাশে একটি গ্যারেজের দিকে যাচ্ছিলেন। যশোর থেকে খুলনাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তার মাথা ফেটে দু’ভাগ হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে জিআরপি’র কাছে হস্তান্তর করেছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ