Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে চালু হলো...

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ এএম

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ সুবিধা-সংবলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই প্রথম অ্যাম্বুলেন্সটি কোনো রোগী পরিবহন করছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতাল থেকে এই অ্যাম্বুলেন্সটি একটি রোগী নিয়ে রওনা হয়। প্রসঙ্গত, আইসিইউর সুবিধা-সংবলিত অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স দুই বছর ধরে পড়ে ছিল।

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) অ্যাম্বুলেন্সটির ভেতরে উন্নত প্রযুক্তির পালস অক্সিমিটার, ইসিজি মেশিন, সিরিঞ্জ পাম্প, ভ্যান্টিলেটর মেশিন, সাকার মেশিন, মনিটর, অক্সিজেন সিলিন্ডারসহ জীবনরক্ষাকারী বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৮৫৫ টাকা দামের অ্যাম্বুলেন্সটি ২০১৯ সালের ৬ মে হাসপাতালে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চালু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ