প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইফতারির ব্যবসা দিয়ে রেস্টুরেন্ট ব্যবসা চালু করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর চৌরাস্তায় অবস্থিথ তার রেস্টুরেন্টের নাম ফারিশতা। গত সোমবার নিজের রেস্টুরেন্টে উপস্থিত থেকে মাহি ইফতারি বিক্রির মাধ্যমে রেস্টুরেন্টটি চালু করেন। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার। সেসময় ফেসবুক লাইভেও আসেন এই নায়িকা। মাহি বলেন, খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে। তিনি বলেন, আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না। তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই রেস্টুরেন্ট। এখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।