পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী ১ সেপ্টেম্বর দেশব্যাপী ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে চালের দাম কমবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, আজ যেটা আলোচনা হয়েছে, কমফোর্টেবল আমদানির জন্য কমফোর্টেবল পেমেন্টের জন্য, যা যা করার দরকার, তা ক্লিয়ার আছে। দ্যটস এনাফ। কমফোর্টেবল বিষয়টি আসলে কী অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালি আপনারা দেখতে থাকেন, গম আসতে থাকবে, চাল আসতে থাকবে।
চালের দাম বেড়ে গেছে, কমবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কমতেছে তো। গত সপ্তাহে তো বেড়ে গেছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গত সপ্তাহে যেটা বেড়েছে, সেটা কমতেছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার পরে তো কমবে, আমরা আশা করতেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।