Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ঝরল ৮ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ এএম

যশোর, ফরিদপুর, মানিকগঞ্জ, শেরপুর, গাজীপুর ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। যশোর ব্যুরো জানায়, যশোরের বাস চাপায় নানী-নাতনী নিহত হয়েছে। এসময় আরো অন্তত ২ জন আহত হয়েছে। গতকাল দুপুরে শহরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিকে জব্দ করলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারী। নিহতরা হলেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গফুর মোড়লের স্ত্রী জাহানারা বেগম (৬০) ও সিরাজসিংহা গ্রামের সুজায়েত সরদারের মেয়ে সুমাইয়া খাতুন (২২)। নিহতরা সম্পর্কে নানী-নাতনি। এ ঘটনায় সিরাজসিংহা গ্রামের লিটন সরদারের মেয়ে তুলি (১২) ও ভ্যানচালক একই গ্রামের সাধন দাসের ছেলে উত্তম দাস আহত হয়েছেন। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের সালথায় ইট ভর্তি ট্রলির চাপায় নাজমুল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল বাজারের পাশে আনন্দ সিকদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামের মৃত শরিফুল ইসলাম মাতুব্বরের ছেলে। সে দুই কন্যার জনক। এসময় দুটি ট্রলিকে জব্দ করে এলাকাবাসী। ট্রলির চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এনজিও কর্মকর্তা জগদীশ রায় (৩৬)। গতকাল দুপুরে দুর্ঘটনা ঘটে। তিনি দিনাজপুরের খানসামা উপজেলার যোখিরগোপা এলাকার ছত্রমোহন রায়ের ছেলে ও ঘিওর উপজেলার বানিয়াজুরী বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের শাখার সহকারি ব্যবস্থাপক ছিলেন। গোড়লা হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুরের নকলা উপজেলায় সিয়াম নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় সেকান্দর আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার সময় দক্ষিণ লাভা এলাকার লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-নাকুগাঁও বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা বাসটিকে জব্দ করে ফুলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তবে চালক পালিয়ে যায়। নকলা থানার ওসি মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় কন্টেইনারবাহী টেইলার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলেই ফারুক হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন বলেন, এ ঘটনায় কন্টেইনারবাহী টেইলারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। গতকাল সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার বাজেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যানচালক মহিদুল ইসলাম (৫০) ও একই উপজেলার পিরোজপুর গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী ভ্যানের যাত্রী তাসলিমা বেগম (৩৫)। এসময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিকে জব্দ করে। এঘটনার পর সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝরল ৮ প্রাণ

১১ মার্চ, ২০২২
৭ মার্চ, ২০২২
২৪ ফেব্রুয়ারি, ২০২২
১০ সেপ্টেম্বর, ২০২১
৯ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ