Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে প্রতিবন্ধি ভিক্ষুকের লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ২:০৫ পিএম

বাউফল উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট পল্টুন থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে নাসির মোল্লা (৪২) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে কালাইয়া নৌ পুলিশ। নাছির মোল্লা উপজেলার ধুলিয়া ইউনিয়নের ইসমাইল মোল্লার ছেলে। তিনি বাক ও শারীরিক প্রতিবন্ধি ছিলেন। পেশায় ভিক্ষাবৃত্তি করতেন।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাত ১০টার সময় স্থানীয়রা নাসির মোল্লাকে লঞ্চঘাট এলাকায় ঘোরাফেরা করে রাতে পল্টুনে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘাটের শ্রমিকরা নাসিরকে মৃত দেখে কালাইয়া নৌপুলিশে খবর দেন।
কালাইয়া বন্দর লঞ্চঘাটের শ্রমিক কালু সর্দার (৪৫) বলেন, বুধবার নাসিরকে খুবই অসুস্থ অবস্থায় দেখা যায়। ওই দিনই তিনি পল্টুন এলাকায় আসেন। রাতে পল্টুনে ঘুমিয়ে পড়লে সকালে লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কালাইয়া নৌপুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত মো. গিয়াস উদ্দিন বলেন, কোন অভিযোগ না থাকায় নাসির উদ্দিনের লাশ পরিবারের সদসস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ