নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে আগামী মাসে। এর প্রস্তুতি হিসেবেই কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে ফিলিস্তিন ও কিরগিজস্তানের কাছে হেরে টুর্নামেন্ট শেষ করলেও লাল-সবুজরা বিশকেকে একমাত্র প্রীতি ম্যাচটি খেলবে বৃহস্পতিবার। প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দল। বিশকেকের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
ত্রিদেশীয় টুর্নামেন্টে ফিলিস্তিন ও কিরগিজদের বিপক্ষে হেরে বাংলাদেশের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে’র উপলব্ধি, তার দল এখান থেকে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেই ফিরছে। তবে তিনি মনে করেন মঙ্গলবার রাতে স্বাগতিক কিরগিজস্তানের কাছে বড় ব্যবধানের হারটা (৪-১ গোলে) অনুমেয় ছিলনা। ম্যাচের স্কোর লাইনে তিনি হতাশ। তাই তো ম্যাচের পর হতাশা ধরে রাখতে পারেননি জেমি,‘আমরা আশাহত। ভাবিনি খেলাটি ৪-১ ব্যবধানে শেষ হবে। আমরা ফিলিস্তিনের সঙ্গে যেভাবে খেলেছিলাম, তার থেকে ভালো একটা সূচনা কিন্তু হয়েছিল।’ ফিফা র্যাঙ্কিংয়ে ৮৬/৮৭ ধাপ এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে দু’দিন অন্তর একই ধারায় খেলা কঠিন বলেই মনে করেন জেমি। তার কথায়,‘মাত্র দুই দিনের ব্যবধানে উচ্চর্যাঙ্কধারী দলগুলোর বিপক্ষে খেলায় খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দিতে পারবে এটা আশা করা কঠিন।’
ভালো খেলার একটা গান সবসময় থাকে জেমির মুখে। কিন্তু ম্যাচের আগের সেই সুরটা মাঠে থাকে না। যাদের দিয়ে ভালো খেলার গান শোনান তিনি, সেই ফুটবলাররাই সুরে তালগোল পাকিয়ে ফেলেন মাঠে। ফিলিস্তিনের কাছে ২-০ ব্যবধানে হারের পর কিরগিজস্তানের বিপক্ষে ৪-১ গোলের হার। মধ্য এশিয়ার দেশটির বিপক্ষে জামাল ভূঁইয়াদের সবচেয়ে বড় ব্যবধানে হার এটি। বরাবরই সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে যেকোনো টুর্নামেন্টেই বাংলাদেশের নামটি খুঁজে পাওয়া যায় তলানীতে। ত্রিদেশীয় টুর্নামেন্টেও একই অবস্থা। টুর্নামেন্ট শেষে লাল-সবুজদের অবস্থান তিন দেশের মধ্যে তিনে। তবে প্রাপ্তিও আছে বলতে হবে। প্রাপ্তির মধ্যে বলতে ফাঁকতালে পাওয়া একটি গোলই সবেধন নীলমণি! বিশকেকে অবশ্য জেমির জেতার আশা ছিল না, ছিল লড়াইয়ের লক্ষ্য। স্বাগতিকদের কাছে চার গোল হজমের পর তো লড়াই কথাটাও থাকে না। কিরগিজস্তান ম্যাচ নিয়ে নিজের বিশ্লেষণ এভাবেই দিলেন তিনি, ‘কিরগিজস্তান খুবই ভাল টিম এবং তাদের বেশ কিছু ভালোমানের খেলোয়াড় রয়েছে। লক্ষ্য ছিল তারা যেন আমাদের হাফে ঠিক মতো খেলতে না পারে এবং কোনো জায়গা বের করতে না পারে। প্রথম গোলের আগপর্যন্ত কাজটি ভালোভাবেই করছিল আমার দল। এরপরে সবকিছু বদলে যায়।’
তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই গোল হজম করাটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশ কোচ, ‘দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটের মধ্যেই আমরা ম্যাচের তৃতীয় গোল হজম করি। যা এ নিয়ে দুইবার। এটা কোনোভাবেই কাম্য নয়। যদিও ছেলেরা ম্যাচে ফেরার চেষ্টা করেছে এবং একটি গোলও করতে পেরেছে। কিন্তু শেষদিকে সেটপিস থেকে আরও একটি গোল হজমের পর বড় হারকে সঙ্গি করেই মাঠ ছাড়তে হয় আমাদের।’ দুই ম্যাচ হেরেও প্রাপ্তি দেখছেন বাংলাদেশ কোচ, ‘আমরা আগে থেকেই জানতাম দু’টি দল অনেক শক্তিশালী। কিন্তু আমাদের প্লেয়াররাও ডিফেন্ডিং খুব ভালো করেছে। এখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে যাচ্ছি। যা সাফে কাজে লাগবে।’
ত্রিদেশী টুর্নামেন্টে চরম ব্যর্থ। এবার চোখ প্রীতি ম্যাচে। কিরগিজ অলিম্পিক দলের বিপক্ষে বৃহস্পতিবারের প্রীতি ম্যাচকে সামনে রেখে বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ড বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। দুই ভাগে বিভক্ত করে দলকে অনুশীলন করান জেমি। বিশকেক থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানায়, জাতীয় দলের সব খেলোয়াড় ও কর্মকর্তারা সুস্থ আছেন। দলে কোন ইনজুরি সমস্যা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।