Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সদরের বাকঁখালী নদী থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৩ পিএম

কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীর পাড়ে জিও ব্যাগ বসার কাজ করার সময় নৌকা থেকে ছিটকে নদীতে নিখোঁজ হয় এক শ্রমিক।

নিখোঁজের হওয়ার বিশ ঘন্টা পর দেলেয়ার হোসেন (১৮) নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করে দমকল বাহিনী।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে দক্ষিণ খরুলিয়া চেয়ারম্যান পাড়া-চরপাড়ার শেষাংশে বাঁকখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌলভী পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউসুফের ছেলে।

এর আগের মঙ্গলবার দুপুর ২টায় বাঁকখালী নদীর ওই অংশে পাড় ভাঙন রক্ষায় জিও ব্যাগ বসার কাজ করতে গিয়ে নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হয়েছিল দেলোয়ার।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পিতা ইউসুফ জানান, বাঁকখালী নদীর পাড় ভাঙন রক্ষায় মঙ্গলবার সকাল থেকে জিও ব্যাগ বসার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুর ২টার দিকে নৌকা দিয়ে পারাপারের সময় আকস্মিকভাবে ৪ শ্রমিক নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক তার সাথে থাকা অন্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পারলেও দেলোয়ার তলিয়ে যায়। পরে ওই শ্রমিকসহ স্থানীয়রা তাকে উদ্ধারে নৌকা ও জাল ফেলে উদ্ধারের চেষ্টা চালান তারা। নদীতে প্রচুর স্রোত থাকায় ব্যর্থ হন তারা।

বিষয়টি বুঝতে পেরে তারা তাৎক্ষণিক জরুরী জাতীয় সেবা “৯৯৯”তে ফোন দেন। কিছুক্ষণ পর কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছুক্ষণ খোঁজাখুজি করে। কিন্তু ওই শ্রমিকের লাশ পাওয়া যায়নি। পরদিন ভোরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর বুধবার সকাল ১১ টার দিকে লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার জাহিদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ওইদিন ফায়ার কর্মীরা বেশ কিছুক্ষণ খোঁজাখুজিও করেন। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এনে তাদের মাধ্যমে চেয়ারম্যান পাড়া-চরপাড়ার শেষাংশের বাঁকখালী নদীর পানিতে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ