বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার সদর উপজেলার নতুন যদুপুর গ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রাঘাতে কুয়েত প্রবাসী স্ত্রী নিহত হয়েছে। আজ বুধবার গভীর রাতে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এদিন সকাল ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আয়না খাতুন (৩৮) একই গ্রামের কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবিলের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুর রহমান জানান, ঘটনার সময় আয়না খাতুন তার শিশু সন্তান তানজির (৮) কে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলো। এ সময় ঘরে ঢুকে কয়েকজন দুর্বৃত্তরা তার গলাসহ শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এসময় তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রতিবেশীরা ঘরে ঢুকে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও তার পাশে পড়ে থাকা একটি ছুরি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের মরহুম সোহরাব হোসেনের ছেলে হাসান আলী (২৮, ওসমান মন্ডলের ছেলে মামুন মন্ডল(২৭) ও মরহুম বাহার লস্করের ছেলে আব্দুর রহমান (৫২) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, হত্যাকান্ডের বিষয়টি উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দ্রæত হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।