মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি মাসেই ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ‘আইএনএস অন্বেষ’-এর যাত্রা শুরু হতে যাচ্ছে। এটি থেকে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ও টর্পেডো ফায়ারিং এবং সেনাবাহিনীর ভূমি থেকে ভূমির কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো যাবে। এর আগে ভারতের ক্ষেপণাস্ত্রগুলোর টার্গেট পাকিস্তানের ভূমি পর্যন্ত রাখা হলেও এবার আফগানিস্তানকেও সেই টার্গেটে যুক্ত রাখা সম্ভব হয়েছে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার করা নকশা এবং কোচিন শিপইয়ার্ড দ্বারা নির্মিত অন্বেষের সমুদ্র ট্রায়াল শুরু হবে আগামী শুক্রবার (১০ সেপ্টেম্বর)। এ বছরের মধ্যেই এটি কমিশন পেয়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে। ১০ হাজার টনবিশিষ্ট অন্বেষের কমিশনিং হলে সেটি দ্বি-স্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ কমাতে সক্ষম হবে। অন্বেষে সংযুক্ত বিএমডি সিস্টেম প্রতিদ্বন্দ্বী ক্ষেপণাস্ত্রকে বিভিন্ন উচ্চতায় ধ্বংস করতে সক্ষম।
সমুদ্রের উপর ভাসমান অবস্থাতেই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে এই জাহাজ। বিশ্বের হাতে গোনা কয়েকটি মাত্র দেশেই এই সুবিধা রয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে ভারতেরও। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই জাহাজের নকশা বানিয়েছে।
এই জাহাজে একটি ‘ইলেক্ট্রো-অপটিক্যাল মিসাইল ট্র্যাকিং সিস্টেম’ রয়েছে। রয়েছে একটি র্যডার। সঙ্গে একটি লঞ্চ প্যাড, একটি মিশন নিয়ন্ত্রক কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তার গতিবিধি নজরে রাখার ব্যবস্থাও রয়েছে এতে। দেড় হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম এই জাহাজটি।
সমুদ্রের মাঝে ভাসমান অবস্থায় এখান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লে মানুষের বসতির কোনও রকম ক্ষতির সম্ভাবনা নেই। এই জাহাজের লঞ্চ নিয়ন্ত্রক কেন্দ্র খুব সহজেই ক্ষেপণাস্ত্রের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে। ফলে সমুদ্রের মাঝে কোনও রকম বাধার সম্মুখীনও হতে হয় না। যাত্রীবাহী বা মালবাহী জাহাজের গতিপথ এড়িয়েও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে এর।
২০১৫ সাল থেকে এই ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র তৈরির কাজ শুরু হয়। ২০২০ সাল নাগাদই পরীক্ষামূলক উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে এতদিন তা সম্ভব হয়নি। তবে খুব তাড়াতাড়ি সেটি হতে চলেছে। ভারত ছাড়া আমেরিকা এবং চীনের কাছেও এমন ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র রয়েছে। ভারতের এই ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি আপাতত ওড়িশা উপকূলের কাছে রাখা থাকবে। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া এক্সপ্রেস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।