Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বুসান চলচ্চিত্র উৎসবে ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ২:২২ পিএম

৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সম্মানজনক বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। এই উৎসবে ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছে দক্ষিণ এশিয়ার দাপুটে সাত নির্মাতার সাতটি চলচ্চিত্র। তারমধ্যে আছে মোস্তফা সরোয়ার ফারুকীর তারকাবহুল প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। সম্প্রতি ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত সাতটি সিনেমার নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ।

উৎসবটির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ছাড়াও এ বিভাগে পুরস্কারের জন্য লড়বেন ফিলিপাইনের বিখ্যাত পরিচালক ব্রিলান্তে মেন্ডোজা, জাপানি পরিচালক নাওমি ওগিগামি এবং ভারতের অপর্ণা সেনের মতো পরিচালকেরা। বিজয়ী দুই সিনেমা পাবে ১০ হাজার মার্কিন ডলার।

সিনেমাটি নিয়ে ফারুকী তার নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘নির্মাতা হিসেবে নিজের ব্যক্তিগত কিছু অনুভূতিকে সিনেমায় ব্যাখ্যা করেছি! যা মানসিক আঘাত আমার পৃথিবী নিয়ে ভাবনার এবং দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার জন্ম হয়েছে দেশের দক্ষিণাঞ্চল নোয়াখালীতে। এই এলাকার মানুষদের নিয়ে বহু বছর ধরেই ট্রল করা হয়। তাই, খুব কম বয়সেই আমি বুঝে গেছি, এই ট্রলের হাত থেকে নিজেকে রক্ষা করার উপায় খুঁজে বের করতে হবে! কোন এলাকা থেকে এসেছি তা নিয়ে মিথ্যা বলা শুরু করলাম। আমার স্কুলের কোনো বন্ধুকে বাড়িতে আনতাম না, তারা যেন আমার বাবা মায়ের আঞ্চলিক ভাষা শুনে আমার এলাকা সম্পর্কে ধারণা করতে না পারে। বড় হতে হতে বুঝতে পেরেছি এটা মনের ওপর কেমন প্রভাব ফেলে, কীভাবে আমাদের হৃদয়ে একটি শূন্যস্থান তৈরি করে দেয় যখন আমরা নিজের পরিচয়ে পরিচিত হতে পারি না, নিজেকে গ্রহণ করতে পারি না, নিজের পরিচয় নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারি না। এই বিষয়টি আমার কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। ছোটবেলার এই অস্তিত্বহীনতার ব্যথা ‘নো ল্যান্ডস ম্যান’ -এর কেন্দ্রীয় চরিত্র অনুভব করে।’

দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলীয় এক নারীর গল্প নিয়ে নির্মিত ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি, বাংলাদেশের তাহসান খান, অস্ট্রেলিয়ার মেগান মিশেল, ভারতের ঈশা চোপড়া, বিক্রম কোচার এবং কিরণ খোঁজেসহ অনেকেই। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান সংগীত পরিচালক এ আর রহমান।

‘সময় নতুন পৃথিবী আর ভাবনার জন্ম দেয়। নতুন পৃথিবীতে নতুন সংকট থাকে, নতুন গল্পও বলে। এটি তেমনই এক গল্প’- আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার গল্প নিয়ে এমনটাই বলেছিলেন এ আর রহমান।

নো ল্যান্ডস ম্যান সিনেমাটি মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক ও ইংরেজি ভাষার সিনেমা। পোস্ট প্রোডাকশনের কাজে তিনি এখন আছেন ভারতে। সিনেমার প্রযোজনায় যুক্ত আছেন ফরিদুর রেজা সাগর, নওয়াজউদ্দিন সিদ্দিকী, স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, ছবিয়ালের নুসরাত ইমরোজ তিশা ও আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে। সহপ্রযোজক হিসেবে আছে বঙ্গবিডি।

উল্লেখ্য, ২০১৭ সালে মারা যান বুসান চলচ্চিত্র উৎসবের সাবেক পরিচালক কিম জি সুক। এরপর তাকে সম্মান জানিয়ে তার নামেই ‘কিম জি সুক’ অ্যাওয়ার্ডের প্রবর্তন করে উৎসব কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ