Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান হামলায় ২০ বছরে ৪৮ হাজার মানুষকে ‘হত্যা করেছে’ ‍যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৭ এএম

গত ২০ বছর যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলায় ৪৮ হাজারের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ এয়ারওয়ারসের একটি তদন্তে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। ২০ বছর আগে ওয়াশিংটনের তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ কি পরিমাণ প্রাণহানি ঘটেছে তা এই তদন্তের মাধ্যমে ফুটে উঠলো। খবর মিডল ইস্ট আইয়ের।

আর প্রায় দুই সপ্তাহ পর ৯/১১ হামলার ২০ বছর পূর্তি হবে, তার ঠিক আগে আগে এমন প্রতিবেদন প্রকাশ করলো এয়ারওয়ারস। তারা বলছে, ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন বিমান হামলায় কমপক্ষে ২২ হাজার ৬৭৯ জন এবং সম্ভাব্য ৪৮ হাজার ৩০৮ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

স্থানীয় সূত্র এবং মার্কিন সেনাবাহিনী আনুষ্ঠানিক ডাটা ব্যবহার করে এয়ারওয়ারস জানিয়েছে, ৯/১১-র হামলা পরবর্তী ২০ বছরে সাতটি বড় সংঘাতপূর্ণ এলাকায় কমপক্ষে ৯১ হাজার ৩৪০টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান ও লিবিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী।

এসব হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরাক ও সিরিয়ায়। ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত ইরাকে মার্কিন বিমান হামলায় ১১ হাজার ৪৭৪ থেকে ২৪ হাজার ১৩৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। একই সময় সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ১৫ হাজার ৫৭৩ জন পর্যন্ত ব্যক্তি নিহত হয়েছে।

এয়ারওয়ারস বলছে, আফগানিস্তানে গত ২০ বছরে মার্কিন বিমান হামলায় ৬ হাজার ৭৯৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ইয়েমেনে নিহত হয়েছে ৪১২ জন। এছাড়া সোমালিয়ায় ৩৩৩ জন, পাকিস্তানে ৯৬৯ জন এবং লিবিয়ায় ৮৬ জন নিহত হয়েছে বলে জানাচ্ছে এয়ারওয়ারস।

ওই বেসামরিক ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলায় নিহত হয়েছে। তারা অন্য কোনও ধরনের লড়াই বা যুক্তরাষ্ট্রের কোনও মিত্র পরিচালিত বিমান হামলায় নিহত হয়নি বলে জানিয়েছে এয়ারওয়ারস। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় সবচেয়ে বেশি বিমান বিমান চালিয়েছে যুক্তরাষ্ট্র। তখন ১৮ হাজার ৬৯৫টি বিমান হামলায় চালায় তারা।

এছাড়া ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে ৯ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের এসব বিমান হামলায় কমপক্ষে ৫ হাজার ৫২৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। ফলে প্রাণহানির দিক দিয়ে এটাই সম্ভবত সবচেয়ে ভয়াবহ বছর ছিল।



 

Show all comments
  • Md. Mamunur Rashid ৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০২ এএম says : 0
    মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • Md. Azad hossain ৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৩ এএম says : 0
    যুক্তরাষ্ট্র আরব দেশের তৈল ও খনিজ সম্পদ চুরি করে ধনী হয়েছে। সাদ্দম হোসেন, গাদ্দাফি , ্ইরান ইরাক আফগানিস্থানের কোট কোট ডলার তারা আত্যসাধ করেছে । আমেরিকাকে ঘৃনা করুন। এক দিন এর পতন হবে ইনশাআল্লাহ। যারা জুলুমবাজের পক্ষে থাকে তারা কাফের ও অমানুষ। কিছু দিন আগেও ভারতীয় সাংবাদিক বলেছিল। আমেরিকা ও ইজরাইল হাতী আর ফিলিস্তিন ও আফগানিস্থান হলো পিপড়া। মানুষের বদদোয়া যদি আল্লাহ না শুনতো তবে কেই ইসলাম ধর্ম পালন করতো না। কোটি কোট মুসলামন এরা মেরেছে। যেমন কাশ্মীর মুসমানদের মোদি মারতেছে। মোদিিএকটি দিন দংশ হবে। সুদু মসজিদ ভাঙ্গার কারনে।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ৭ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৯ পিএম says : 0
    যদি এইটা কে কি বলে মনে জাতিসংঘ বলেন বাংলা ভাষায়,এই সংঘ ঠিকই সংঘ হয়,আমেরিকার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন তালেবান সরকার,বিশ বসর আগে অযথা দেশ দখলে নিয়ে তালেবানদের খমতা কেড়ে নেওয়া,এবং (আট চল্লিশ হাজার মানুষ হত্যা,লুঠ পাঠ খমতার অপব্যবহার করার দায়ে তালেবান সরকার অবশ্যই এই জাতিসংঘে মামলা দায়ের করতে হবে ,এবং যদি সত্যি জাতি সংঘ হয়ে থাকে,সেখানে যদি জাতির অধিকারের বিচার থাকে তবে অবশ্যই আমেরিকা ক্ষতি পুরন দিতে হবে।আর যদি মিথ্যা সংঘ বানাইয়া জাতির সংগে পতারনা করে থাকেন। সেখানে যাওয়ার দরকার নাই,ইনসআললাহ একদিন আমেরিকা তালেবানদের কাছে আসতে হবে।
    Total Reply(0) Reply
  • habib ৭ সেপ্টেম্বর, ২০২১, ৬:৪৯ পিএম says : 0
    America Israel and India is a great enemy of muslim
    Total Reply(0) Reply
  • Mohammad Abdul Karim ৭ সেপ্টেম্বর, ২০২১, ৭:২৪ পিএম says : 0
    এর বিচার হওয়া উচিৎ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ