মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের হিন্দু-মুসলিমদের পূর্বপুরুষ এক দাবি করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-আরএসএসের প্রধান মোহন ভাগবত বলেছেন, প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু।
সোমবার মুম্বাইয়ে মুসলিম বিশিষ্টজনদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এমন এ কথা বলেন তিনি। খবর: আনন্দবাজার।
মোহন ভাগবত বলেন, ইসলাম ধর্ম এসেছিল আক্রমণকারীদের সঙ্গে। এটাই ইতিহাস। বিষয়টিকে এ ভাবেই ব্যাখ্যা করা ভালো।
বক্তৃতায় হিন্দু-মুসলমান সমাজের মধ্যে ঐক্য সাধন ও কট্টরপন্থী মুসলিম বিচারধারার বিরুদ্ধে সাধারণ শিক্ষিত মুসলমান সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
মুম্বাইয়ে ‘রাষ্ট্র প্রথম-রাষ্ট্র সর্বোপরি’ শীর্ষক ওই আলোচনায় মুখ্য বক্তা ছিলেন ক্ষমতাসীন বিজেপির মূল সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান।
এতে উপস্থিত ছিলেন কেরালার রাজ্যপাল আরিফ মুহাম্মাদ খান, কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা সাবেক লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হুসেনের মতো বিশিষ্টজনরা।
দেশের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক এবং প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু- এর ব্যাখ্যায় ভাগবত বলেন, হিন্দু শব্দ মাতৃভূমি, আমাদের পূর্বপুরুষ ও ভারতের গৌরবময় সংস্কৃতির অঙ্গ। সেই দিক থেকে আমি সব ভারতবাসীকেই হিন্দু হিসেবে মনে করি।
তিনি বলেন, হিন্দুরা কারও সঙ্গে শত্রুতা করে না। সকলের ভালো চায়। এখানে ভিন্নমতের অনাদর হয় না। ইসলাম আক্রমণকারীদের সঙ্গে এসেছিল। একে এভাবেই দেখা উচিত।
অতীতেও মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান দাবি করেছিলেন, ভারতের হিন্দু ও মুসলমানদের ডিএনএ একই। ওই সময়ে তার মন্তব্য ঘিরে বিতর্ক হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।