Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাচ রেফারির রিপোর্ট এখন ফিফার কাছে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ৯:০০ পিএম

ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল ল্যাতিন আমেরিকার দুই্ পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই ম্যাচটি অনাকাঙ্খিত কারণে বাতিল হয়ে যায় মাত্র ৫ মিনিটেই।

আর্জেন্টিনার চারজন প্লেয়ার যারা ইপিএলে খেলে, তারা কোন কোয়ারেন্টাইন ছাড়াই ব্রাজিলে প্রবেশ করায় এবং ম্যাচে খেলায় শুরু হয় ঝামেলা। তাছাড়া এই প্লেয়াররা ইমিগ্রেশনের সময় ভুল তথ্য দিয়েছিল বলেও অভিযোগ ব্রাজিলের।

খেলা শুরুর পর এই বিষয়টি নিয়েই শুরু হয় ঝামেলা এবং শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়ে যায়। আর এই ম্যাচের বিষয়ে সিদ্ধান্তের ভার চলে যায় ফিফার কাছে।

তাৎক্ষনিক ফিফা জানিয়েছিল যে, ম্যাচ রেফারির রিপোর্টের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত জানানো হবে। সেই রিপোর্ট ইতোমধ্যে ফিফার কাছে পৌছেছে বলে জানিয়েছে ফুটবলের সবচেয়ে বড় সংস্থাটি। সেই রিপোর্ট এখন পর্যবেক্ষন করছে ফিফা। এরপরই জানানো হবে সিদ্ধান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ